সহশিল্পীকে গুলি করার দায়ে কানাডিয়ান র্যাপারকে ১০ বছরের কারাদণ্ড
সহশিল্পী মেগান থি স্ট্যালিয়নের দুই পায়ে গুলি করার দায়ে কানাডিয়ান র্যাপার টরি ল্যানেজকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) লস অ্যাঞ্জেলেসের একটি আদালত টরি ল্যানেজকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
৩১ বছর বয়সী ল্যানেজকে ২০২২ সালের ডিসেম্বরে তিনটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। অভিযোগগুলো হলো- একটি গাড়িতে লোড এবং অনিবন্ধিত আগ্নেয়াস্ত্র বহন করা; একটি আধা স্বয়ংক্রিয় হ্যান্ডগান দিয়ে আক্রমণ এবং চরম অবহেলার সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র নিষ্কাশন।
সাজা ঘোষণার পর র্যাপার টরি ল্যানেজ আদালতকে বলেন, মেগান থি স্ট্যালিয়ন এমন একজন মানুষ যার প্রতি আজও আমি খুব যত্নশীল।
তিনি আরও বলেন, ওই সময় আমি খুব অপরিপক্ক কথা বলেছিলাম যা আমার বলা উচিত ছিল না। আমি কিছু গোপন কথা প্রকাশ করেছি যা আমার প্রকাশ করা উচিত ছিল না।
মেগান থি স্ট্যালিয়নের আইনজীবী ১৩ বছরের কারাদণ্ড চাইলে আদালত ল্যানেজকে ১০ বছরের কারাদণ্ড দেন।
এদিকে টোরি ল্যানেজের আইনজীবী জোসে বেয়েজ বলেছেন, তারা আপিল করার পরিকল্পনা করছেন।
২০২০ সালের জুলাইয়ে হলিউড পাহাড়ে একটি পুল পার্টির পরে গ্র্যামিজয়ী র্যাপার মেগান থি স্ট্যালিয়নের (২৮) পায়ে গুলি করার সাক্ষ্য দিয়েছিলেন। শুটিংয়ের আগে একটি তর্ক হয়েছিল যাতে উত্তপ্ত হয়ে ওঠেন দুজন এবং একে অপরের সঙ্গীত ক্যারিয়ারে আক্রমণ শুরু করেন।
মেগান থি স্ট্যালিয়নের আসল নাম মেগান পিট। তার পায়ে বুলেটের টুকরো অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, সিবিএস নিউজ তাকে উদ্ধৃত করে বলেছে।