ট্রাম্পসহ ১৮ জনের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হারার পর ভোটের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার এমন অভিযোগেই অভিযুক্ত করা হয়েছে তাকে।
জর্জিয়া অঙ্গরাজ্যের ফালটন কাউন্টি গ্র্যান্ড জুরি সোমবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাতে ট্রাম্পের বিরুদ্ধে ওই নতুন ফৌজদারি অভিযোগটি আনেন।
এই অভিযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট চতুর্থ বারের মতো ফৌজদারি অভিযোগের মুখে পড়লেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই হলেন প্রথম কোনো সাবেক রাষ্ট্রপ্রধান, যিনি ফৌজদারি মামলা মুখোমুখি হয়েছেন।
নির্বাচনে জালিয়াতির ওই মামলায় ট্রাম্প ছাড়াও আরও ১৮ জনের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তের মধ্যে রয়েছেন ট্রাম্পের মেয়াদকালে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস ও তার আইনজীবী রুডি গিউলিয়ানি।
ট্রাম্প বরাবরের মতোই তার বিরুদ্ধে আনীত ওই অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন, পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে টাকা দিয়ে মুখ বন্ধ করা ও ক্যাপিটল দাঙ্গায় উসকানি দেওয়ার ফৌজদারি অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। সেসব মামলা বর্তমানে বিচারাধীন।
বিবিসি জানিয়েছে, এতকিছুর পরও যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়েই আছেন ট্রাম্প। তার বিরুদ্ধে যদি ফৌজদারি অভিযোগ প্রমানিত হলেও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তিনি নির্বাচন করতে পারবেন।
সেক্ষেত্রে নির্বাচনে জয়লাভ করলে নিজেকে ক্ষমা করে দেওয়ার সাংবিধানিক অধিকার পেয়ে যাবেন ট্রাম্প।