রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাবার লড়াইয়ের বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীদের প্রথম বিতর্ক ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিতর্ক সম্ভবত পরের দিন ২৪ আগস্ট। সেপ্টেম্বরে অন্তত আরও দুটি বিতর্ক হতে পারে বলে আশা করা হচ্ছে।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে এখনো এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ট্রাম্প বেশ কয়েকটি ফৌজদারি অভিযোগের মুখোমুখি।
রোববার (২০ আগস্ট) তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ৭৭ বছর বয়সী ট্রাম্প লিখেছেন, নতুন জরিপেও আমি অনেক এগিয়ে আছি। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসসহ আরও যারা প্রতিযোগী আছে সবাই আমার অনেক পেছনে ছিলেন। তাহলে আমি কেন বিতর্ক করব!
তিনি বলেন, জনসাধারণ জানে আমি কে এবং আমি কতটা সফল প্রেসিডেন্ট ছিলাম। আমার সময় যুক্তরাষ্ট্রে কতটা স্বাধীনতা, শক্তিশালী সীমানা এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী ছিল। সর্বকালের সবচেয়ে বড় কর ও নিয়ন্ত্রণে কাটছাঁট, কোনো মুদ্রাস্ফীতি নেই, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং আরও অনেক কিছু।
এর আগেও ট্রাম্প বারবার বলেছেন যে তিনি রিপাবলিকান বিতর্কে যোগ দেবেন না। তিনি জরিপের দিকে তাকাতে বলেছেন। যেখানে আপাতদৃষ্টিতে তিনি অপ্রতিরোধ্য।
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারটি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। তবে ট্রাম্প তার বিরুদ্ধে আনিত অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে বর্ণনা করেছেন।
ট্রাম্প ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলে কারাগারে যেতে হতে পারে। তবে একজন সাবেক প্রেসিডেন্টকে কারাগারে রাখার রসদ, নিরাপত্তা নিয়ে অনেকে একে অসম্ভাব্য বলে মনে করছেন।