বৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন ট্রাম্প
নির্বাচনে হস্তক্ষেপ মামলায় বৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ আগস্ট) তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে তিনি এই তথ্য জানান
বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে পরাজয়ের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। এজন্য ট্রাম্পকে আগামী শুক্রবারের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছিল।
ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেছেন, আমি আগামী বৃহস্পতিবার আটলান্টায় যাচ্ছি গ্রেফতার হতে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে থাকা ট্রাম্প তার বিরুদ্ধে আনা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেছেন।
এদিকে, এই মামলার তদন্ত প্রতিবেদন এবং চূড়ান্ত অভিযোগনামা আদালতে জমা দিয়েছে তদন্তকারী দল। তবে অভিযোগনামায় ট্রাম্পের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল—তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন। এ লক্ষ্যে তিনি জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করেছিলেন।
জর্জিয়ার ফুলটন কাউন্টির তদন্ত কর্মকর্তারা সোমবার কাউন্টি আদালতের বিচারক রবার্ট ম্যাকবার্নির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোট ১০টি অভিযোগ আনা হয়েছে তবে অভিযোগগুলো কী কী এবং কে বা কারা এতে অভিযুক্ত হয়েছেন তা জানা যায়নি।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জয়ী হয়েছিলেন জো বাইডেন। কিন্তু ট্রাম্প তা মানতে নারাজ ছিলেন। তিনি দাবি করেছিলেন, জর্জিয়ার ভোটে তিনি জয়ী হয়েছেন। সেখানে খারাপ কিছু ঘটেছে। তা না হলে তিনি কিছুতেই সেখানে হারতে পারেন না। জর্জিয়ায় ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প।