সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ২০২০ সালে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারের পর বেশিক্ষণ কারাবন্দী থাকতে হয়নি সাবেক এই প্রেসিডেন্টকে। তিনি কারাগার ছিলেন ২০ মিনিটের মতো। এ নিয়ে চলতি বছরে দুবার গ্রেফতার হলেন ট্রাম্প।

এর আগে গত এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় নিউইয়র্কে ম্যানহাটানের আদালতে ট্রাম্পকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ট্রাম্প বরাবরই কোনও ভুল কিছু করার কথা অস্বীকার করে আসছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন।

জামিনে ছাড়া পেয়ে ট্রাম্প গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, এটি আমেরিকার জন্য একটি অত্যন্ত দুঃখজনক দিন যা কখনই হওয়া উচিত নয়।

ট্রাম্পের বিরুদ্ধে আইনি ঝামেলা দিনের পর দিন বাড়লেও আগামী ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা কমেনি।

রিপাবলিকানের মধ্যে অন্য সব মনোনয়নপ্রত্যাশীদের চেয়ে ট্রাম্প এগিয়ে। ফৌজদারি মামলাগুলোতে অভিযুক্ত হওয়ার পর তার অবস্থান বরং আরও জোরালই হয়েছে।