ফ্লোরিডায় শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিন কৃষ্ণাঙ্গ নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) ফ্লোরিডার জ্যাকসনভিলে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, হামলাকারী বডি বর্ম ও মুখোশ পড়ে হাতে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান নিয়ে দোকানে প্রবেশ করে তিনজন কৃষ্ণাঙ্গকে হত্যা করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর হামলাকারী নিজেকে গুলি করে।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তবে তাদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

জ্যাকসনভিলের শেরিফের কার্যালয় জানিয়েছে, হামলাকারীর বয়স ২০ বছর। তার নামও প্রকাশ করা হয়নি। জ্যাকসনভিল শেরিফ টি কে ওয়াটার্স এক সংবাদ সম্মেলনে বলেন, সামাজিক মাধ্যমে হামলাকারীর তৎপরতায় বোঝা যায়, তিনি একজন কৃষ্ণাঙ্গবিদ্বেষী।

ওয়াটার্স আরও বলেন, হামলাকারী একাই হামলা করেছেন। হামলার আগে সে সংবাদমাধ্যম, তার বাবা-মা এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে তার ‘ঘৃণাত্মক মতাদর্শ’ সম্পর্কে বিস্তারিত একটি চিঠি লিখেছেন।

জ্যাকসনভিল এফবিআই অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট শেরি অঙ্কস বলেছেন, ফেডারেল কর্মকর্তারা এঘটনার তদন্ত শুরু করেছেন এবং ঘটনাটিকে ঘৃণামূলক অপরাধ হিসাবে দেখা হচ্ছে।