পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনাসদস্য নিহত
পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনাসদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার জানি খেল এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।
দেশটির সেনাবাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছে।
সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
সেনাবাহিনীর মিডিয়া সেল জানিয়েছে, আফগানিস্তানের সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে বান্নু জেলার জানি খেল এলাকায় একটি মোটরসাইকেলে আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বিস্ফোরণ ঘটায়।
প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী একটি মোটরসাইকেলে আরোহী ছিল এবং সে তার বাইকটি একটি সামরিক কনভয়ের মধ্যে ট্রাকের সঙ্গে ধাক্কা দিলে এই বিস্ফোরণ ঘটে।
গত মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সূত্র: বার্তা সংস্থা রয়টার্স।