জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে হোয়াইট হাউস।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জিল বাইডেনের করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ সামান্যই। গত বছর আগস্টে সর্বশেষ তার করোনা পজেটিভ ধরা পড়েছিল পরীক্ষায়। তার যোগোযাগ বিষয়ক পরিচালক এলিজাবেথ আলেক্সান্ডার বিবৃতিতে বলেছেন, সোমবার সন্ধ্যায় ফার্স্টলেডির করোনা-১৯ পজেটিভ এসেছে। তিনি দেলাওয়ার রাজ্যে রিহোবোথ বিচে নিজেদের বাড়িতেই অবস্থান করবেন। এদিনই সন্ধ্যায় দেলাওয়ার থেকে একা ফিরেছেন প্রেসিডেন্ট বাইডেন।
ফার্স্টলেডির করোনা পজেটিভ ধরা পড়ার পর একই দিন সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেনেরও পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছে। এ সপ্তাহে নিয়মিত ভিত্তিতে পরীক্ষা করাবেন প্রেসিডেন্ট এবং তার লক্ষণগুলো পর্যবেক্ষণ করা হবে। এ অবস্থায় বাইডেনের বিদেশ সফর, বিশেষত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার ওপর কোনো প্রভাব ফেলবে কিনা তাৎক্ষণিকভাবে এ প্রশ্নের কোনো জবাব দেয়নি হোয়াইট হাউস।