ক্যাপিটল হিলে হামলা: ট্রাম্পের সমর্থক ডানপন্থী নেতার ২২ বছরের কারাদণ্ড
মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ‘প্রাউড বয়েজ’ নামের উগ্র ডানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর এক নেতাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম এনরিক তারিও। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) তাকে এ দণ্ড দেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের রায়ের মধ্যে অন্যতম এটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এনরিক তারিও’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র, গৃহযুদ্ধসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দাঙ্গার সময় ৩৯ বছর বয়সী তারিও ওয়াশিংটনে ছিলেন না, কিন্তু ‘প্রাউড বয়েজ’ নামের উগ্র ডানপন্থী মিলিশিয়া গোষ্ঠীকে সংগঠিত করতে সাহায্য করেছিলেন তিনি।
নির্বাচনের ফল জোর করে পাল্টে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে নির্বাচনে পরাজিত প্রার্থী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়েছিলেন।
ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে ‘যুদ্ধের’ ডাক দিয়েছিল প্রাউড বয়েজ।
ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ইতিমধ্যে শত শত ব্যক্তি দোষী সাব্যস্ত হয়ে দণ্ডিত হয়েছেন।