বাইডেনকে অভিশংসনের দাবি: মার্কিন রাজনীতিতে নতুন মোড়

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে উত্থাপিত অভিশংসন দাবি নিয়ে ডেমোক্র্যাটরা উপহাস করলেও বিষয়টি পুনরায় নির্বাচনের আশঙ্কা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাইডেনকে রিপাবলিকানদের উত্থাপিত অভিশংসন প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বিষয়টিকে কৌতুক হিসেবে ব্যক্ত করেন এবং হেসে উড়িয়ে দেন।রিপাবলিকানদের এমন দাবিকে চলমান সরকার ব্যবস্থাকে অচল করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, সরকার অচল করতে অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরাতে চায় রিপাবলিকানরা।

বিজ্ঞাপন

এর আগে, বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর নিন্দা জানায় ডেমোক্র্যাট দল এবং হোয়াইট হাউস।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ মার্কিন ডলার আয়ের ওপর কর না দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র রাখার অভিযোগও রয়েছে হান্টারের বিরুদ্ধে। এসব কাজে বাইডেনের কোনো সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া গেলেও অভিশংসন দাবিকে প্রকট করে তুলছেন রিপাবলিকানরা।

বিজ্ঞাপন

বিষয়টিকে ডেমোক্র্যাটরা উপহাস করলেও পুনরায় নির্বাচনের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গত আগস্টে পরিচালিত একটি ইয়াহো ইউগভ পরিচালিত গণভোটে দেখা যায়, ৪৫ শতাংশ নাগরিক হান্টার এবং বাইডেনকে দোষী মনে করে, যেখানে ৫৫ শতাংশ নাগরিকের ধারণা দোষ ডোনাল্ড ট্রাম্পের। হান্টারের সঙ্গে বাইডেনের যোগসূত্রের তদন্ত চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ পরিস্থিতি গুরুতর রাজনৈতিক সমস্যা এবং জটিল আইনি সমস্যার তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন ট্রাম্পের অধীনস্থ হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা হোগান গিডলি। তিনি বলেন, অভিশংসন তদন্ত শুরু করা হলেই বাইডেন পরিবারের সত্যতা সংবাদমাধ্যমে প্রকাশিত হতে থাকবে।

হান্টারের ব্যবসায়িক লেনদেন সম্পর্কে আমেরিকান জনগণ সব সত্য জানতে পারবে। বাইডেনের এমন কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে এই তদন্তকে একটি ‘রাজনৈতিক স্টান্ট’ বলে উল্লেখ করে বলেন, রিপাবলিকানরা হান্টার বাইডেনের বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের তদন্ত করেও বাইডেনের বিরুদ্ধে কোনও প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য গত মঙ্গলবার জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করবে বলে জানিয়েছিলেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। বাইডেনের ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি ও দুর্নীতির অভিযোগ এ তদন্তের কেন্দ্রে থাকবে বলেও জানান তিনি।