ইরান, চীন, রাশিয়া, তুরস্কের একাধিক ব্যক্তি ও সংস্থার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

তেহরানের ড্রোন এবং সামরিক বিমানের আধুনিকীকরণের কাজে যুক্ত থাকায় ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের একাধিক ব্যক্তি এবং সংস্থা উপর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ইরান-সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় ওই চারটি দেশের সাত ব্যক্তি এবং চারটি সংস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো ইরান এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং এর মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি) এবং সামরিক বিমান তৈরির শিপমেন্ট এবং আর্থিক লেনদেন সহজতর করেছে।

বিজ্ঞাপন

মার্কিন ট্রেজারি আন্ডার সেক্রেটারি অফ টেররিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেছেন, ‘ক্রমাগত ও ইচ্ছাকৃতভাবে ইরানের তৈরি ইউএভিগুলোর বিস্তার রাশিয়া, মধ্যপ্রাচ্যেসহ বৈশ্বিক স্থিতিশীলতা নষ্ট করেছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের ইউএভি ক্রয় সংক্রান্ত নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে এবং ইরানে এই উপাদানগুলোর রপ্তানি রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলোকে উত্সাহিত করবে।’

বিজ্ঞাপন

ট্রেজারি ডিপার্টমেন্ট অনুসারে, ওয়াশিংটন এর আগে ড্রোনের জন্য ব্যবহৃত যন্ত্রাংশসহ মহাকাশ যন্ত্রাংশ ইরানের কাছে বিক্রি ও সরবরাহ করার জন্য পাঁচটি চীনভিত্তিক কোম্পানি এবং এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল।