A church roof collapsed in Tamaulipas Mexico killing 7 and trapping 20 others
মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭, আটকা পড়েছে ২০
মেক্সিকোর তামাউলিপাস রাজ্যে একটি গির্জার ছাদ ধসে অন্তত ৭ জন নিহত এবং আরও ২০ জন আটকা পড়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ পড়ে যাওয়ার ঘটনায় এই পর্যন্ত ৪৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ধসের সময় প্রায় গীর্জায় অন্তত ১০০ জন মানুষ উপস্থিত ছিলেন।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং উদ্ধার তৎপরতা চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, গির্জার ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।স্বজনেরা ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে আছে। যারা ভিতরে আটকা পড়েছিল তাদের অনুসন্ধান কাজ চলছে। ধ্বংসস্তূপ সরানোর জন্য লোকজন বেলচা ও পিক্যাক্স নিয়ে আসছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে জড়ো হওয়াদের কাছ থেকে নীরবতার অনুরোধ করছে কর্তৃপক্ষ। এতে তারা ভিতরে আটকে পড়া কেউ সাহায্যের জন্য ডাকছেন কিনা শুনতে পাবেন। ট্যাম্পিকোর ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ধ্বংসস্তূপের নিচে থাকা লোকদের খুঁজে বের করার কাজ চলছে। এটি একটি কঠিন সময়। প্রভু আমাদের সাহায্য করুন।