ইসরায়েলের জন্য অতিরিক্ত সহায়তার নির্দেশ বাইডেনের

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জো বাইডেন ও বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

জো বাইডেন ও বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পর ইসরায়েলের জন্য অতিরিক্ত সহায়তার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিস্তারিত না জানিয়ে রবিবার (৮ অক্টোবর) খবরটি নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘হামাসের ওই নজিরবিহীন সন্ত্রাসী হামলার মুখে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে অতিরিক্ত সহায়তার নির্দেশ দিয়েছেন।’

এনডিটিভি জানিয়েছে মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার বলেছেন, সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ইতিমধ্যেই চলছে বলেই বাইডেনের ওই ঘোষণা এসেছে।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে রবিবার ভোরে ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ব্রিফ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হোয়াইট হাউসের কর্মকর্তারা ইসরায়েলের পুরো অঞ্চলজুড়ে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে।’

হামাসের আশ্চর্য হামলার পর বাইডেন শনিবার এক বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র ইসরায়েলের জন্য পাহাড়সম শক্ত এবং অটুট সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

এদিকে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৭০ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।