ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন
ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এতথ্য জানান। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে একথা বলা হয়।
এ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করবেন। একে সংহতি সফর হিসেবে আখ্যায়িত করে মিলার বলেন, ইসরায়েলের প্রতি যে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে সফরটি সেই বার্তাও বহন করে।
মিলার আরও বলেন, অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের নেতাদের কাছ থেকে শুনতে চান, তারা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন সে সম্পর্কে। এছাড়া হামলা মোকাবিলায় তাদের কী প্রয়োজন এবং আমরা কীভাবে তাদের সর্বোত্তম সমর্থন করতে পারি সে সম্পর্কে।
মিলার বলেন, বুধবার রওনা দিলেও ব্লিঙ্কেন বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছাবেন।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ব্লিঙ্কেন এরপর জর্ডানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যাবেন।
গত শনিবার ইসরায়েলে হামাসের আকস্মিক হামলা চালানোর পর গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত হামলায় জনবহুল গাজা রূপ নিয়েছে বিধ্বস্ত এক জনপদে। হাসপাতালগুলোতে মরদেহ রাখার জায়গা হচ্ছে না। লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়লেও পাচ্ছেন না নিরাপদ আশ্রয়। সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে চলেছে বলে সতর্ক করেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। একই সঙ্গে গাজাবাসীর কাছে ত্রাণসহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮৩০ ফিলিস্তিনি নিহত এবং ৪,২৫০ জন আহত হয়েছেন। জাতিসংঘ বলেছে, গাজার ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে।