ইসরায়েলে নিহত ২২, নিখোঁজ ১৭, জিম্মি অনেক : হোয়াইট হাউস
ইসরায়েলে হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের ২২ নাগরিক নিহত, ১৭ জন নিখোঁজ এবং বহু জিম্মি রয়েছে বলে বুধবার (১১ অক্টোবর) জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউস আরও জানিয়েছে, আগামী দিনে এই সংখ্যা বাড়তে পারে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের মধ্যে আরও মার্কিন নাগরিক থাকতে পারে।’
তিনি বলেন, ‘জিম্মিদের পুনরুদ্ধারের বিষয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র।’
এনডিটিভি জানিয়েছে, হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী জন কিরবি বলেছেন, ‘আমরা জানি, এখন পর্যন্ত ২২ আমেরিকান প্রাণ হারিয়েছেন এবং ১৭ জনের কোনও হদিস নেই। আমরা জানি, এই সংখ্যাগুলো সামনের দিনগুলোতে বাড়তে পারে।’
এর আগে হামাসের হামলায় ১৪ আমেরিকান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র।
সুলিভান সাংবাদিকদের বলেন, ‘এই আক্রমণটি বেদনাদায়ক স্মৃতি এবং সহস্রাব্দের ইহুদি বিদ্বেষ ও গণহত্যার ক্ষতচিহ্নগুলোকে সামনে নিয়ে এসেছে। আজকে আমরা ভালোভাবে জানতে পেরেছি যে, আরও কত আমেরিকান নিখোঁজ রয়েছে। আমরা জানি, নিখোঁজ আমেরিকানরা হামাসের হাতে জিম্মি রয়েছে। আমি মনে করি, এই সংখ্যা বাড়তে থাকবে এবং আমরা বাস্তবেও জানতে পেরেছি যে, আরও বেশি সংখ্যক আমেরিকান জিম্মিদশায় রয়েছে।’
উল্লেখ্য, ইসরায়েলে হামাসের আকস্মিক আক্রমণে ১,২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
সুলিভান বলেন, ‘সব ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের বার্তা হলো, আমরা আপনার সঙ্গে আছি। আমরা আপনার সঙ্গে শোকাহত। আমরা আপনার দুঃখে দুঃখিত। আমরা আপনার জন্য চিন্তা করছি। আমরা যা করতে পারি, তা করতে যাচ্ছি।’
এদিকে জন কিরবি বলেছেন, ‘অবশ্যই ইসরায়েলিদের জিম্মি-পুনরুদ্ধারের খুব শক্তিশালী ক্ষমতা রয়েছে। দুঃখজনকভাবে, তারা ওই বিশেষ ধরনের সক্ষমতা ব্যবহার করতে বাধ্য হয়েছে।’
কিরবি আরও বলেন, ‘আমরা আমাদের ইসরায়েলি অংশীদারদের সঙ্গে তাদের দেশ এবং জনগণকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তা নিশ্চিত করার জন্য তেল-আবিবের প্রয়োজনীয়তা সম্পর্কেও কথা চালিয়ে যাচ্ছি।’