‘ইসরায়েলের উপর হামলা মানে যুক্তরাষ্ট্রের উপরও আক্রমণ’



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
গাজায় স্থল অভিযান চালাবে ইসরায়েল। ছবি : সংগৃহীত

গাজায় স্থল অভিযান চালাবে ইসরায়েল। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইসরায়েলের উপর হামাসের হামলা যুক্তরাষ্ট্রের উপরও আক্রমণ-বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

এনডিটিভিকে শুক্রবার (১৩ অক্টোবর) দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বোল্টন বলেন, ‘ইসরায়েল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামাসের বিরুদ্ধে মূল স্থল অভিযান শুরু করতে পারে।’

বোল্টন বলেন, ‘সন্ত্রাসী হামলার শিকার হলে একটি জাতির আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে। এ ছাড়াও একই উৎস থেকে ভবিষ্যতের আক্রমণের হুমকিও দূর করা উচিত। ইসরায়েল এটি অনেক দিন ধরে সহ্য করেছে।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের উপর হামলা মানে যুক্তরাষ্ট্রের উপরও আক্রমণ। প্রায় ১৫-২০ আমেরিকানকে জিম্মি করা হয়েছে। হামাসের সন্ত্রাসী হামলা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি হুমকি।’

গত শনিবার হামাসের সন্ত্রাসী হামলায় ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বোল্টন। তিনি এনডিটিভিকে বলেন, ‘ইরানের জড়িত থাকার প্রচুর পরোক্ষ প্রমাণ রয়েছে।’

তিনি ইসরায়েলি গোয়েন্দা ব্যর্থতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘এটি যে, বড় মাপের গোয়েন্দা ব্যর্থতা ছিল, তা কারোরই অবমূল্যায়ন করা উচিত নয়। ব্যর্থতার উৎস খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ফরেনসিক তদন্তের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, ইসরায়েল শুক্রবার উত্তর গাজার ১০ লাখ বাসিন্দাকে তাদের প্রত্যাশিত স্থল অভিযানের আগে অন্যত্র সরে যাওয়ার জন্য সতর্ক করেছে, যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

প্রসঙ্গত, গত শনিবার হামাসের আকস্মিক হামলায় ১,৩০০-এরও বেশি ইসরায়েলি মারা গেছে এবং গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় প্রাণ হারিয়েছে ১,৮০০ জন।

   

ভারতে ভয়েস চেঞ্জ অ্যাপ ব্যবহার করে ৭ শিক্ষার্থীকে ধর্ষণ 



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভয়েস চেঞ্জ অ্যাপ ব্যবহার করে গলার স্বর বদলে ফেলেন ভারতের এক যুবক ব্রজেশ খুশওয়া। নিজেকে কলেজ শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে ভারতের মধ্যপ্রদেশের প্রদেশের আদিবাসী ছাত্রীদের বোকা বানিয়ে ধর্ষণ করত সে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্রজেশ খুশওয়া নামের অভিযুক্ত ওই যুবক শিক্ষিত নন। তিনি ভয়েস অ্যাপের মাধ্যমে নারী কণ্ঠ ব্যবহার করে ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার লোভ দেখাতেন। এরপর তাদের নির্জন জায়াগায় ডেকে নিয়ে ধর্ষণ করতেন।

পুলিশ জানিয়েছে, অন্তত সাতজন আদিবাসী ছাত্রীকে ব্রজেশ ধর্ষণ করেছেন। এদিকে ছাত্রীরা জানিয়েছে, ওই ব্যক্তি একটি হেলমেট পরে থাকতেন। সেকারণে বোঝা যেত না। তবে একমাত্র বোঝা যেত যে ওই যুবক সবসময় হাতে একটা গ্লাভস পরে থাকতেন।

পুলিশ জানায়, কারখানায় কাজ করতে গিয়ে ব্রজেশের খুশওয়ার হাত পুড়ে গিয়েছিল। সেকারণে গ্লাভস পরে থাকতেন তিনি। শনিবার (২৫ মে) তাকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে তার আরও তিনি সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। পরে খুশওয়ার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। 

মধ্যপ্রদেশে পুলিশ আইজি মহেন্দ্র সিকারওয়ার সংবাদমাধ্য়মে জানিয়েছেন, পুলিশ সহজে ওই অভিযুক্তকে চিহ্নিত করতে পারছিল না। পরে পুলিশ জানতে পারে যে সবক্ষেত্রেই ওই ব্যক্তি হাতে একটা গ্লাভস পরে ছিল। সেই অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করে। আসলে হেলমেট দিয়ে তার মাথা, মুখ ঢেকে রাখত। কিন্তু সে হাতের গ্লাভসটা ঢাকতে পারেনি। আর সেই সূত্র ধরেই পুলিশ ওই ব্যক্তিকে ধরে ফেলে।

;

ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে গেল হামাস



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি টানেলে ইসরায়েলের সেনাদের জন্য ফাঁদ পেতেছিল। আর সেই ফাঁদে পা দিলে অজানা সংখ্যক দখলদার সেনা হতাহত হয় এবং ধরা পড়ে বলে দাবি করছে হামাসের সামরিক শাখা কাশেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবাইদা। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে হামাসের এ অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল সেনাবাহিনী। 

এদিকে হামাস কর্তৃপক্ষের এজন ওসামা হামাদান বলেন, ইসরায়েলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এ ধরনের আলোচনা বরং ইসরায়েলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেওয়া। 

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩৫ হাজার ৯০৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ৮০ হাজার ৪২০ জন।

দক্ষিণ রাফাহতে ইসরায়েলকে হামলা না চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতও ইসরায়েল বাহিনীকে সেখানে হামলা না চালাতে নিষেধ করেছে। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক আদালতের সে আদেশ মান্য করছে না। 

নাম না প্রকাশের শর্তে ইসরায়েল সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশ কোনো জেনারেলের আদের্শ নয়। যে আমরা মানতে বাধ্য। 



;

ভানুয়াতুতে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ভানুয়াতুতে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

ভানুয়াতুতে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • Font increase
  • Font Decrease

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারির কোনও খবর পাওয়া যায়নি। 

রোববার (২৬ মে) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার (১৫.৫৩ মাইল) গভীরতায় আঘাত হানে।

এর আগে গত বছরের ডিসেম্বরের শুরুতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। শক্তিশালী এ ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয় বলে সেসময় জানিয়েছিল মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

;

দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত হয়ে আরও পাঁচ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২৬ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লি ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় এক 'বেবি কেয়ার সেন্টারে' শনিবার রাত ১১টা ৩২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তারা। পরে ১৬টি ইউনিট দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগা ওই ভবন থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন মারা যান। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

;