‘ইসরায়েলের উপর হামলা মানে যুক্তরাষ্ট্রের উপরও আক্রমণ’

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গাজায় স্থল অভিযান চালাবে ইসরায়েল। ছবি : সংগৃহীত

গাজায় স্থল অভিযান চালাবে ইসরায়েল। ছবি : সংগৃহীত

ইসরায়েলের উপর হামাসের হামলা যুক্তরাষ্ট্রের উপরও আক্রমণ-বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

এনডিটিভিকে শুক্রবার (১৩ অক্টোবর) দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বোল্টন বলেন, ‘ইসরায়েল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামাসের বিরুদ্ধে মূল স্থল অভিযান শুরু করতে পারে।’

বিজ্ঞাপন

বোল্টন বলেন, ‘সন্ত্রাসী হামলার শিকার হলে একটি জাতির আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে। এ ছাড়াও একই উৎস থেকে ভবিষ্যতের আক্রমণের হুমকিও দূর করা উচিত। ইসরায়েল এটি অনেক দিন ধরে সহ্য করেছে।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের উপর হামলা মানে যুক্তরাষ্ট্রের উপরও আক্রমণ। প্রায় ১৫-২০ আমেরিকানকে জিম্মি করা হয়েছে। হামাসের সন্ত্রাসী হামলা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি হুমকি।’

বিজ্ঞাপন

গত শনিবার হামাসের সন্ত্রাসী হামলায় ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বোল্টন। তিনি এনডিটিভিকে বলেন, ‘ইরানের জড়িত থাকার প্রচুর পরোক্ষ প্রমাণ রয়েছে।’

তিনি ইসরায়েলি গোয়েন্দা ব্যর্থতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘এটি যে, বড় মাপের গোয়েন্দা ব্যর্থতা ছিল, তা কারোরই অবমূল্যায়ন করা উচিত নয়। ব্যর্থতার উৎস খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ফরেনসিক তদন্তের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, ইসরায়েল শুক্রবার উত্তর গাজার ১০ লাখ বাসিন্দাকে তাদের প্রত্যাশিত স্থল অভিযানের আগে অন্যত্র সরে যাওয়ার জন্য সতর্ক করেছে, যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

প্রসঙ্গত, গত শনিবার হামাসের আকস্মিক হামলায় ১,৩০০-এরও বেশি ইসরায়েলি মারা গেছে এবং গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় প্রাণ হারিয়েছে ১,৮০০ জন।