যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের ‘স্লিপার সেল’ সম্পর্কে সতর্ক করলেন ম্যাকার্থি

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেভিন ম্যাকার্থি। ছবি : সংগৃহীত

কেভিন ম্যাকার্থি। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি গতকাল রবিবার (২৩ অক্টোবর) সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা সন্ত্রাসী স্লিপার সেল থাকতে পারে এবং যাদের সদস্যরা দক্ষিণ সীমান্তে অভূতপূর্ব অবৈধ অভিবাসনের সময় গ্রেপ্তার হয়েছে।

টিভি চ্যানেল এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ম্যাকার্থি মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের প্রকাশিত একটি নতুন প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেন, যাতে দেখা যায় যে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) সন্ত্রাসী নজরদারি তালিকায় থাকা ১৮ জনকে গত সেপ্টেম্বরে দক্ষিণ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়াও যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত ১৬০ জনের বেশি সন্ত্রাসী ধরা পড়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ম্যাকার্থি বলেন, ‘এটি একটি চড়াই যুদ্ধ হতে যাচ্ছে। ওই উদ্বেগজনক পরিসংখ্যান দেখায় যে, গত বছর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশের চেষ্টা ছিল গত ছয় অর্থবছরের মিলিত হিসাবের তুলনায় বেশি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই মুহূর্তে বিস্তৃত দক্ষিণ সীমান্ত উন্মুক্ত। আমি আজ যুক্তরাষ্ট্রের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি সেল নিয়ে উদ্বিগ্ন। আমরা মাত্র গত মাসে আমাদের সীমান্ত জুড়ে এফবিআই টেরর ওয়াচ লিস্টের ১৮ জনকে ধরেছি মাত্র।’

তিনি আরও বলেন, ‘যখন আমরা মধ্যপ্রাচ্যের চারপাশে তাকাই তখন ইউরোপসহ অন্যান্য দেশে সন্ত্রাসবাদের উত্থাপিত অভ্যুত্থানগুলো দেখতে পাই, সেরকম অভ্যুত্থান যুক্তরাষ্ট্রেও স্লিপার সেলের মাধ্যমে ঘটতে পারে। কিন্তু, বর্তমান প্রশাসন দক্ষিণ সীমান্তে যা ঘটছে, তা পরিবর্তন করার জন্য কিছুই করেনি।’

তিনি আবার স্পিকার হতে চাইবেন কি না জানতে চাইলে কেভিন ম্যাকার্থি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য আমি যেকোনও প্রকারে সাহায্য করতে প্রস্তুত। আমি আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য কাজ করতে যাচ্ছি। আমি মুদ্রাস্ফীতি বন্ধ করার জন্য কাজ করতে যাচ্ছি। আমি নিশ্চিত করতে যাচ্ছি যে, ইসরায়েলে যুদ্ধ যেন শুরু না হয়। তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি এই প্রশাসনকে চাপ দিতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের হামাসকে ধ্বংস করতে হবে। তবে ইরানের মোকাবিলা না করে আপনি এটি করতে পারবেন না। আমাদের খুব স্পষ্ট হতে হবে। প্রত্যেক মার্কিন জিম্মিকে মুক্ত করতে হবে।’

এদিকে, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের ‘গোপন সেল’ নিয়ে ম্যাকার্থির উদ্বেগ থাকা সত্ত্বেও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র বলেছেন, এই সময়ে যুক্তরাষ্ট্রের জন্য হুমকির ইঙ্গিত বহন করে এমন কোনও সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে নেই, যা হামাসের সন্ত্রাসী হামলার পর উদ্ভূত হয়েছে।