ইসরায়েলকে সমর্থন আসন্ন নির্বাচনে বাইডেনকে ঝুঁকিতে ফেলবে!
চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের প্রতি সমর্থন আসন্ন ২০২৪ নির্বাচনে মুসলিম সমর্থন হারাতে পারেন বলে আশংকা করছেন বিশ্লেষকরা। আরব এবং মুসলিম আমেরিকানরা গাজায় মানবিক সংকট ও বাইডেনের ইসরায়েল সমর্থনের প্রতিক্রিয়ায় তীব্র সমালোচনা করছে।
বুধবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়েছে, শিক্ষাবিদ, কর্মী, সম্প্রদায়ের সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিরা নিহত হওয়ার পরও বাইডেন কেনো মানবিক যুদ্ধবিরতির জন্য চাপ দেননি এ বিষয়ে অনেক আরব আমেরিকান অসন্তোষ প্রকাশ করেছেন।
জনমত জরিপে দেখা যায় আরব আমেরিকানদের ক্রমবর্ধমান হতাশা ডেমোক্র্যাট বাইডেনের পুনর্নির্বাচনের বিডকে প্রভাবিত করতে পারে। যেটি প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে পুনরায় ম্যাচ হতে পারে।
আরব আমেরিকান ইনস্টিটিউটের সভাপতি জিম জোগবি বলেছেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিশিগানে আরব আমেরিকানরা ৫% ভোট দেয়। অন্যান্য যুদ্ধক্ষেত্র রাজ্য পেনসিলভানিয়া এবং ওহিওতে তাদের সংখ্যা ১.৭% থেকে ২% এর মধ্যে।
বাইডেন ২০২০ সালে মিশিগানে ৫০.৬% ভোট পেয়ে জিতেছেন। ট্রাম্প পেয়েছিলেন ৪৭.৮%। পেনসিলভানিয়াতে বাইডেন ৫০.০১% এবং ট্রাম্প ৪৮.৮৪%। যেখানে ভোটের পার্থক্য ৮১,০০০ এর কম ছিল।
আরব এবং মুসলিম আমেরিকানরা ট্রাম্পকে সমর্থন করার সম্ভাবনাও কম বলে মনে করছেন অনেকে।
গাজার মেরিল্যান্ড-ভিত্তিক লেখক এবং সামাজিক কর্মী লায়লা এল-হাদ্দাদ বলেছেন, আমি মনে করি এটা তাকে মিশিগানের জন্য ব্যয় করবে।
ইসরায়েলে বেসামরিক নাগরিকদের উপর হামাসের গত ৭ অক্টোবরের হামলার নিন্দা করার সময় আরব আমেরিকানরা বলেছেন, ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া বোমা হামলার নিন্দা করতে বাইডেনের ব্যর্থতাকে অনেকে মানবাধিকার কেন্দ্রিক বৈদেশিক নীতির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে।
এ অবস্থায় নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। মিশিগানের ডিয়ারবোর্নের প্রথম আরব আমেরিকান মেয়র আবদুল্লাহ হাম্মুদ সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার আবাসস্থল গাজায় ফিলিস্তিনিদের জন্য পানি, বিদ্যুৎ এবং খাবার বন্ধ করার ইসরায়েলি আগ্রাসনের পাশাপাশি বাইডেনের ব্যর্থতার সমালোচনা করেছেন।
এদিকে হোয়াইট হাউস বলেছে বাইডেন এবং অন্যান্য মার্কিন কর্মকর্তারা গাজায় আমেরিকানদের মুক্তি দেওয়ার জন্য বারবার চাপ দিয়েছেন। এছাড়াও মঙ্গলবার বাইডেন বলেছেন, সেখানে ত্রাণ পৌঁছানো যথেষ্ট দ্রুত ছিল না।
নিউইয়র্কের আরব আমেরিকান অ্যাসোসিয়েশনের প্রাক্তন নির্বাহী পরিচালক লিন্ডা সারসোর শনিবার আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) ইভেন্টে কয়েকশত অংশগ্রহণকারীদের বলেছিলেন, মুসলিম আমেরিকানদের নীতি পরিবর্তনের জন্য রাজনৈতিক অনুদানের শর্ত করা উচিত।
অনেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা সাময়িকভাবে বন্ধ করার জন্য বাইডেনকে চাপ দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী সিএআইআর বলেছে, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ এখন পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীকে লক্ষ্য করে গণহত্যার পরিধিতে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি হস্তক্ষেপ না করে তাহলে তারা গাজার জাতিগত নির্মূলে অংশীদার হবে।
প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা যিনি বাইডেনের নীতির একজন কট্টর সমর্থক, সোমবার তিনি জনসাধারণের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্রমবর্ধমান বেপরোয়া গাজার জনসংখ্যাকে সমালোচনামূলক সহায়তা এবং সরবরাহ ত্বরান্বিত করার জন্য বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।