মস্কোতে হামাসের প্রতিনিধি দল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই রাশিয়ার মস্কোতে গেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি প্রতিনিধি দল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এই তথ্য জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ইস্যুতে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধিদল মস্কোতে পৌঁছেছে। যত তাড়াতাড়ি সম্ভব সংকট সমাধানের জন্য তারা পথ খুঁজবে ।

আরও বলা হয়, পশ্চিমা বিশ্বের মতো রাশিয়া হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করে না। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক, যিনি কাতারের দোহাতে থাকেন বলে মনে করা হয়।

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যমে পোস্ট করা একটি ছবিতে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুককে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে দেখা গেছে।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীও মস্কোতে রয়েছেন বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে। ইরান ইসরায়েলের চিরশত্রু এবং হামাসের দীর্ঘদিনের সমর্থক।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামাস ১ হাজার ৪০০ জনকে হত্যার পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে। এর পর থেকেই ধারাবাহিকভাবে গাজা শহরের বোমাবর্ষণ করছে ইসরায়েল। এই হামলায় ৭ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত এসব ফিলিস্তিনির বেশির ভাগই নারী ও শিশু।