রাশিদা তালেবের নিন্দা জানানোর পক্ষে প্রতিনিধি পরিষদ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাশিদা তালেব। ছবি : সংগৃহীত

রাশিদা তালেব। ছবি : সংগৃহীত

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে মন্তব্যের জন্য মঙ্গলবার (৭ নভেম্বর) ডেমোক্রেটিক প্রতিনিধি রাশিদা তালেবের নিন্দা করার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান এই তালেব, মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলা সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের দীর্ঘদিন ধরে সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

আল জাজিরা অনুসারে, রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে মিশিগানের তিন মেয়াদী ওই কংগ্রেসওম্যানকে নিন্দা জানানোর পক্ষে ভোট পড়েছে ২৩৪টি।

প্রতিনিধি পরিষদে ‘সেন্সার’ হলো রেজোলিউশন আকারে অসম্মতির একটি আনুষ্ঠানিক বিবৃতি, যা সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।

বিজ্ঞাপন

তালেবকে নিন্দা জানানোর পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে ২২ জন ডেমোক্র্যাটও ছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে, একজন ডেমোক্র্যাট এবং তিনজন রিপাবলিকান তালেবকে নিন্দা জানানোর প্রস্তাবে সম্মতি দিতে অস্বীকৃতি জানান।

প্রতিনিধি পরিষদ যখন রেজল্যুশন নিয়ে বিতর্ক করছে, তখন আবেগপ্রবণ তালেব আবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে, আমাকে এটা বলতে হবে। ফিলিস্তিনি এবং ইসরায়েলি শিশুদের কান্না আমার কাছে আলাদা শোনাচ্ছে না।’

তিনি বলেন, ‘আপনি আমাকে নিন্দা করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি তাদের কণ্ঠস্বর বন্ধ করতে পারবেন না।’

উল্লেখ্য, গত সপ্তাহে একটি ফিলিস্তিনি স্লোগানকে রক্ষা করার জন্য মন্তব্যের কারণে সমালোচিত হয়েছিলেন তালেব।