ইউক্রেনের ডিনিপ্রো নদীর পূর্ব তীরে যাওয়ার প্রচেষ্টাকে প্রতিহতের দাবি

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি : সংগৃহীত

ইউক্রেন বাহিনীর দক্ষিণ খেরসন অঞ্চলের মস্কো কর্তৃক দখলকৃত পূর্ব তীরে যাওয়ার প্রচেষ্টাকে প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। মস্কো মঙ্গলবার (২১ নভেম্বর) জানিয়েছে, সম্মুখ যুদ্ধে কিয়েভ সেনাবাহিনী প্রচুর ক্ষতি-ক্ষতির শিকার হয়েছে।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী গত সপ্তাহে জানিয়েছিল, তারা রাশিয়ান বাহিনীকে ডিনিপ্রো নদীর তীর থেকে তিন থেকে আট কিলোমিটার পেছনে ঠেলে দিয়েছে।

বিজ্ঞাপন

সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ‘খেরসন এলাকায় অবতরণ অভিযান পরিচালনার জন্য ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সামরিক বাহিনীকে অগ্রিম পদক্ষেপের জন্য ধন্যবাদ। ইউক্রেনের বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।’

বিজ্ঞাপন

যদিও বার্তা সংস্থা এএফপি স্বাধীনভাবে খেরসন অঞ্চলের সামরিক পরিস্থিতি যাচাই করতে পারেনি।

কিন্তু কিছু ক্রেমলিনপন্থী সামরিক ব্লগার শোইগুর বক্তব্যের বিপরীত প্রতিবেদন প্রকাশ করেছে।

অন্যদিকে, খেরসন অঞ্চলের রাশিয়া নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদো গত সপ্তাহে স্বীকার করেছেন যে, কয়েক ডজন ইউক্রেনীয় সেনা ক্রিঙ্কির ছোট্ট পূর্ব তীর গ্রামের চারপাশে অবস্থান তৈরি করেছে।

খবরটি নিশ্চিত হলে ওই অগ্রগতি ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে, যা ডিনিপ্রো নদী অতিক্রম করার জন্য একাধিক প্রচেষ্টা চালিয়েছে।

২০২২ সালের নভেম্বরে মস্কো পশ্চিম তীর থেকে পিছিয়ে যাওয়ার পর থেকে জলপথটি দুই পক্ষের মধ্যে একটি ডি-ফ্যাক্টো ফ্রন্টলাইনে পরিণত হয়েছে।

এটি অতিক্রম করা ক্রিমিয়ান উপদ্বীপে একটি স্থল সেতু তৈরির ক্ষেত্রে একটি পদক্ষেপ হবে।

তবে অনেক বিশ্লেষক বলেছেন, ইউক্রেনের সেনাদের দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলটি ছোট এবং একটি বাস্তব অগ্রগতিতে রূপান্তর করা কঠিন হবে।