রাশিয়ার ৭১টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেন শনিবার (২৫ নভেম্বর) দাবি করেছে যে, তারা রাশিয়ার ৭১টি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে।

কিয়েভ বলেছে, আক্রমণ শুরুর পর থেকে রাজধানীতে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা।

বিজ্ঞাপন

কিয়েভের নগর প্রশাসনের বরাতে রয়টার্স জানিয়েছে, ওই ড্রোন হামলায় ১১ বছর বয়সি এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘বিমান বাহিনী ৭১টি শাহেদ ১৩১/১৩৬ অ্যাটাক ইউএভি (মানুষবিহীন এরিয়াল ভেহিকেল) ধ্বংস করেছে। তাদের বেশিরভাগই কিয়েভ অঞ্চলে ধ্বংস হয়েছে।’

বিজ্ঞাপন

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরটিতে ছয় ঘন্টার জন্য আকাশ হামলার সতর্কতা জারি করে রাখা হয় এবং ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রাজধানীজুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, ‘শত্রুরা সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘হলোডোমার স্মরণ দিবসের রাতে ৭০টিরও বেশি শাহেদ। রাশিয়ার নেতৃত্ব গর্বিত যে, তারা হত্যা করতে পারে।’

এদিকে, রাজা-জুসেপ্পি সীমান্ত ক্রসিং পয়েন্ট ছাড়া রাশিয়ার সঙ্গে বাকি তিনটি সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

তাস জানিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিনল্যান্ড সরকার ২৪ নভেম্বর (শুক্রবার) স্থানীয় সময় মধ্যরাত থেকে কুসামো, সাল্লা এবং ভাটিয়াস সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের পূর্বাঞ্চলীয় সীমান্তের সকল সীমান্ত ক্রসিং রাজা-জুসেপ্পি চেকপয়েন্ট দিয়ে করা হবে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে, দুই মার্কিন প্রতিপক্ষ লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের কিংবা ইরানকে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার পরিকল্পনা করছে রাশিয়া।

আর এই কাজে মস্কো ব্যবহার করছে তার ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনারকে। রয়টার্স জানিয়েছে, গত মঙ্গলবার (২১ নভেম্বর) এমনটাই দাবি করেছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমাদের তথ্য ইঙ্গিত করে যে, ওয়াগনার রাশিয়া সরকারের নির্দেশে হিজবুল্লাহ কিংবা ইরানকে একটি বিমান প্রতিরক্ষা সক্ষমতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।’