পার্লামেন্টে হার্ট এ্যাটাকের শিকার হয়ে তুরস্কের সাংসদের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাসান বিটমেজের মাটিতে লুটিয়ে পড়ার চিত্র। ছবি : সংগৃহীত

হাসান বিটমেজের মাটিতে লুটিয়ে পড়ার চিত্র। ছবি : সংগৃহীত

পার্লামেন্টে বক্তৃতা শেষ করার পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়া তুরস্কের বিরোধী দলীয় আইন প্রণেতা হাসান বিটমেজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মারা গেছেন বলে জানিয়েছে রয়টার্স।

পার্লামেন্টে তার সর্বশেষ বক্তৃতায় তিনি ইসরায়েলের প্রতি তুরস্ক সরকারের নীতির সমালোচনা করেছিলেন।

বিজ্ঞাপন

৫৪ বছর বয়সি বিটমেজ বিরোধী ফেলিসিটি (সাদেত) পার্টির সাংসদ ছিলেন। তিনি আঙ্কারা সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ খবর নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিটমেজ কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ইসলামিক ইউনিয়ন গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ছিলেন।

পূর্বে তিনি বেসরকারী ইসলামিক সংস্থার জন্য কাজ করেছেন। এমপি বিটমেজ বিবাহিত এবং এক সন্তানের জনক।

সংসদের আনুষ্ঠানিক সম্প্রচারে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সাধারণ পরিষদের মুখোমুখি হওয়ার সময় বিটমেজকে মঞ্চে দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়তে দেখা যায়।