সমকামী দম্পতিদের আশীর্বাদ করতে বাধা নেই : পোপ ফ্রান্সিস

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত

পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত

কয়েক বছর আগেও পোপ ফ্রান্সিস বলেছিলেন, ‘দীর্ঘ দিন ধরে সমকামীদের প্রতি খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাওয়া উচিত খ্রিস্টানদের!’

এবার সরাসরি সমলিঙ্গের দম্পতিদের পক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন পোপ ফ্রান্সিস।

বিজ্ঞাপন

পোপ ফ্রান্সিস সমলিঙ্গের দম্পতিদের আশীর্বাদ করার ছাড়পত্র দিয়েছেন খ্রিস্টান যাজকদের।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ঈশ্বরের ভালবাসা এবং করুণার সন্ধানকারীদের গ্রহণ করতে হবে। এখানে নীতি বা পুলিশিং কোনও অবস্থাতেই সমর্থনযোগ্য নয়।’

বিজ্ঞাপন

রয়টার্স জানিয়েছে পোপ স্পষ্ট ভাষায় বলেছেন, ‘সমলিঙ্গে বিয়ে যদি ধর্মীয় আচার অনুসরণ করে হয়, তবে সেই দম্পতিকে খ্রিস্টান যাজকেরা আশীর্বাদ দিতে পারেন।’

গত সোমবার (১৮ ডিসেম্বর) ভ্যাটিকানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার এ সংক্রান্ত নির্দেশিকার নথি প্রকাশিত হয়েছে।

ওই নথিতে বলা হয়েছে, ‘সাধারণভাবে বিবাহ একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে হওয়াই বাঞ্ছনীয়। কিন্তু সমলিঙ্গের যে যুগলেরা ঈশ্বরের কাছে ভালবাসা এবং করুণাপ্রার্থী তাদের সামনে বাধার প্রাচীর দাঁড়া করানো উচিত নয়।’

প্রসঙ্গত, ভ্যাটিকান দীর্ঘ দিন ধরেই সমলিঙ্গ সম্পর্কের বিরোধী। ২০২১ সালেও ভ্যাটিকানের প্রতিনিধি সভা সমকামী বিবাহের বিরোধিতা করেছিল।

কিন্তু, এবার উল্টো পথে হাঁটার বার্তা দিলেন পোপ ফ্রান্সিস।