মস্কোর আকাশে ড্রোন, বিমান ওঠানামা বন্ধ
রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালাতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রবেশ করেছিল ড্রোন। সন্দেহজনক ওই ড্রোনকে ভূপাতিত করে রাশিয়া বাহিনী।
মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন রয়টার্সকে জানিয়েছেন, ‘ড্রোনকে ভূপাতিত করার ঘটনায় হতাহতের কোনও খবর খবর পাওয়া যায়নি।’
তবে, ওই ড্রোন দেখতে পাওয়া মাত্রই মস্কোর ভনুকোভো ও ডোমোদেদেভো এয়ারপোর্টে বিমান উঠানামা বন্ধ করে দেওয়া হয়।
ইন্টারফ্লাক্স নিউজ এজেন্সির জানিয়েছে, মস্কোর অপর এয়ারপোর্ট ঝুকোভোস্কি এয়ারপোর্টেও বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করা হয়েছে।
আরআইএ নিউজ এজেন্সি জানিয়েছে, বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। কারণ, ড্রোন হামলায় বিমান চলাচলে সমস্যা হতে পারে।
রয়টার্স জানিয়েছে প্রাথমিক খবরে জানা গেছে, তিনটি ড্রোন ভিন্ন সময়ে রাশিয়ার মস্কোর দিকে যাচ্ছিল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, ‘এটি একটি সন্ত্রাসমূলক ঘটনা। ড্রোনগুলোকে নুকোভো বিমানবন্দরের কাছে গুলি করে ভূপাতিত করা হয়।’
প্রসঙ্গত, একটি ড্রোন ছিল কালুগা এলাকায়, যা মস্কোর সীমান্ত এলাকা বলে জানা গেছে।
এছাড়াও মস্কো থেকে ৬৩ কিলোমিটার পশ্চিমে কুবিনকা শহরের এলাকায় আরেকটি ড্রোন গুলি করে নামানো হয়, যেখানে একটি রাশিয়ার বিমানঘাঁটিও রয়েছে।
ওই ঘটনায় কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও ওই ড্রোন ঘিরে মস্কোর আঙুল উঠেছে ইউক্রেনের দিকে।