প্রাগে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ১৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এতে হামলাকারীও নিহত হয়েছে।

চেক পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম দ্য চেক নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) গোলাগুলির এই ঘটনা ঘটেছে চার্লস ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব আর্টস নামে রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় প্রাগ আর্টস ইউনিভার্সিটি নামেও পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাগুলির ঘটনা জানিয়ে বলেছেন, অনেকেই এখনও শ্রেণিকক্ষে তালাবদ্ধ অবস্থায় রয়েছেন। কিছু শ্রেণিকক্ষ খালি করা হচ্ছে।

এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে চেক পুলিশ এবং পুরো এলাকা ঘিরে ফেলেছে। পুলিশ জানিয়েছে, রাজধানী প্রাগের মধ্যাঞ্চলে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেছে তারা।

বিজ্ঞাপন

পুলিশ নিহত ও বন্দুকযুদ্ধের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। প্রাগের রেসকিউ সার্ভিসের মুখপাত্র জনা পোস্তোভা নিশ্চিত করেছেন যে অনেক লোক আহত হয়েছে।

চেক শহরের ঐতিহাসিক কেন্দ্রে সহিংসতা আতঙ্কের জন্ম দিয়েছে জনগণের মধ্যে। দেশটির পুলিশ লোকজনকে বাড়ির ভিতরে থাকার জন্য বলেছেন।

জনগণকে পুলিশের নির্দেশ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান।