যুদ্ধবিমান ভূপাতিত করার পাল্টাপাল্টি দাবি ইউক্রেন ও রাশিয়ার
ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক বলেছেন, ইউক্রেনের বিমান-বিধ্বংসী ইউনিট দক্ষিণ ইউক্রেনের আজভ সাগরের কাছে রাশিয়া-অধিকৃত শহর মারিউপোলের কাছেই একটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটারসহ তিনটি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে।
রয়টার্স জানিয়েছে বিশদ বিবরণ না দিয়ে ওলেশচুক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘বিমানগুলো তার ঘাঁটিতে ফিরে যেতে পারেনি।’
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল যে, মস্কোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘন্টার মধ্যে চারটি ইউক্রেনের সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করেছে।
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে তিনটি এসইউ-২৭ যুদ্ধবিমান এবং একটি এসইউ-২৪ কৌশলগত বোমারু বিমানকে গুলি করে ভূপাতিত করেছে।
অন্যদিকে জেলেনস্কি গত শুক্রবার বলেছেন, দেশটির বাহিনী দক্ষিণ ফ্রন্টে তিনটি রাশিয়ার এসইউ-৩৪ ফাইটার-বোমারু বিমান গুলি করে ভূপাতিত করেছে। তিনি এটিকে সংঘাতের সাফল্য হিসাবে স্বাগত জানিয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার ওলেশচুকও বলেছেন, ‘রাশিয়ার বিমানগুলো ভূপাতিত করা হয়েছে।’