রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে নিহত ১০, আহত ১৫

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাশিয়ার একটি সিরিজ হামলায় ইউক্রেনজুড়ে কমপক্ষে ১০ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।

দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৯ ডিসেম্বর) রয়টার্সকে বলেছেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ডিনিপ্রপেট্রোভস্কের গভর্নর সের্গেই লাইসাক অন্যান্য শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কেন্দ্রীয় ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে চারজন, কিয়েভে দুইজন, ওডেসায় দুইজন, খারকিভে একজন এবং লভিভে একজন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন প্রায় ১৫ জন।’

কিয়েভে এএফপির সাংবাদিকরা শুক্রবার ভোর রাতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং একটি গুদাম থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেছেন।

বিজ্ঞাপন

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেছেন, ‘রাশিয়া বাহিনী প্রথমে ড্রোন হামলা শুরু করে এবং পরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আমরা দীর্ঘদিন ধরে আমাদের মনিটরে এতটা লাল দেখিনি।’

রাষ্ট্রপতির সহযোগী আন্দ্রি ইয়ারমাক আরও বলেন, ‘আজ বেসামরিক স্থাপনা, বেসামরিক ভবনগুলোতে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে মানুষ মারা গেছে। আমরা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সবকিছু করছি। কিন্তু, বিশ্বকে দেখতে হবে যে, এই সন্ত্রাস বন্ধ করতে আমাদের আরও সমর্থন এবং শক্তি প্রয়োজন।’

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ‘রাজধানীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিবিড়ভাবে কাজ করছে এবং সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিমান হামলার আশ্রয় হিসাবে ব্যবহৃত হচ্ছিল এমন একটি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেছেন, উত্তর পডিল জেলায় প্রায় ৩,০০০ বর্গমিটার এলাকা নিয়ে একটি গুদাম পুড়ে গেছে।