আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধবন্দি বিনিময়

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দি বিনিময়ে মধ্যস্থতায় সফল হল সংযুক্ত আরব আমিরাত।

গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্মতিতে বুধবার (৩ জানুয়ারি) যুদ্ধবন্দি বিনিময় সম্পন্ন করেছে দুই দেশের সেনাবাহিনী।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় দীর্ঘ এবং জটিল আলোচনা পর্ব সফল হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘ইউক্রেন থেকে ২৪৮ জন বন্দিকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি।’

বিজ্ঞাপন

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তর জানিয়েছে, রাশিয়া সরকার বন্দি ২০০ জনের বেশি ইউক্রেনীয় নাগরিককে কিয়েভ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টায় সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে বক্তৃতায় ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছিলেন পুতিন।

গত ২৩ মাসের যুদ্ধে এর আগেও কয়েকবার বন্দি বিনিময় করেছে দুই দেশ।