ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার
রাশিয়া ইউক্রেনের উপর রাতারাতি ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী শনিবার (১৩ জানুয়ারি) বলেছে, ‘শত্রুর মোট ৪০টি ক্ষেপণাস্ত্রের আঘাত রেকর্ড করা হয়েছে।’
বিমান বাহিনী বলেছে, তারা রাশিয়ার আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ‘ক্রুজ, ব্যালিস্টিক এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে আক্রমণ করেছে রাশিয়া।’
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেছেন, ‘সক্রিয় পদক্ষেপের কারণে ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।’
ইউরি ইগনাট টেলিভিশনে বলেন, ‘২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র মাঠে পড়ে বিস্ফোরিত হয়েছিল। ওগুলোকে আমাদের প্রতিরক্ষা বাহিনীর রেডিও-ইলেক্ট্রনিক যুদ্ধের মাধ্যমে ভুল পথে পরিচালিত করা হয়েছে।’
তবে, ওই হামলায় এখনো কোনও প্রাণহানির খবর জানায়নি কিয়েভ কর্তৃপক্ষ।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল বলেছেন, উত্তর-পূর্ব সুমি অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে এবং ২৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
চেরনিগিভের গভর্নর ব্যাচেস্লাভ চাউস বলেছেন, ‘শহরটির উত্তরাঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে।’ তবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোর নম প্রকাশ করেনি শহরটির কর্তৃপক্ষ।
গভর্নর ফিলিপ প্রোনিন বলেছেন, ‘মধ্য পোলতাভা অঞ্চলে একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র একটি আবাসিক বাড়ির পিছনের উঠোনে পড়েছে।’
হুমকির মাত্রা বৃদ্ধির কারণে সংক্ষিপ্তভাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড।
গত শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ খেরসনের ডিনিপ্রো নদীর তীরে বেরিসলাভে এক বেসামরিক ব্যক্তি গোলাগুলিতে আহত হয়েছে।