সুসম্পর্ক জোরদারে ইউক্রেনে পৌঁছলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সোমবার (২২ জানুয়ারি) প্রতিবেশী দেশ ইউক্রেনে পৌঁছেছেন। রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যে কয়েক মাস ধরেই রাজনৈতিক দ্বন্দ্বে ছিল দেশ দুটি। দ্বন্দ্বের পর সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই  ইউক্রেনে গেলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, টাস্ক সোমবার তার ইউক্রেনের প্রতিপক্ষ ডেনিস শ্যামিহালের সাথে দেখা করেছেন। এসময় পোল্যান্ড ইউক্রেনের জন্য একটি নতুন সহায়তা প্যাকেজের অংশ হিসেবে আরও গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম তৈরির বিষয়ে কথা বলতে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার কথা রয়েছে।