ন্যাটোর বৃহৎ মহড়া স্নায়ুযুদ্ধে ফিরে আসার ইঙ্গিত: রাশিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো রবিবার (২১ জানুয়ারি) বলেছেন, ‘ন্যাটোর স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪ মহড়া স্নায়ুযুদ্ধের পরিকল্পনায় চূড়ান্ত ও অপরিবর্তনীয় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।’

এর আগে ন্যাটোর ইউরোপ অ্যালাইড সুপ্রিম কমান্ডার জেনারেল ক্রিস্টোফার ক্যাভোলি আগামী সপ্তাহের নির্ধারিত মহড়াটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মহড়া এবং সেটি কয়েক মাস ধরে চলবে বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সিনহুয়া জানিয়েছে গ্রুশকো বলেন, ‘এই মহড়াগুলো রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যে হাইব্রিড যুদ্ধ চালিয়েছে, তার আরেকটি উপাদান।’

তিনি বলেন, ‘৩১টি দেশের ৯০ হাজার সেনা সদস্য এই ধরনের মহড়া পরিচালনা করে ন্যাটো নিশ্চিত ও অপরিবর্তনীয়ভাবে শীতল যুদ্ধের পরিকল্পনায় প্রত্যাবর্তন করেছে।’

বিজ্ঞাপন

সামরিক পরিকল্পনার সম্পদ ও অবকাঠামো রাশিয়াকে মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে উল্লেখ করে গ্রুশকো বলেন, ‘ওই মহড়ার পেছনের এ ধারণাই সঠিক।’

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিউইয়র্কে পৌঁছেছেন। সেখানে তিনি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেবেন।

বার্তা সংস্থা তাস’র এক সংবাদদাতা জানান, মন্ত্রীকে বহনকারী বিমান উত্তরাঞ্চলীয় রুট হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। এই যাত্রায় তার সময় লাগে ১২টা ৪৫ মিনিট। এই সময়ে তিনি বন্ধুহীন অনেক দেশ অতিক্রম করে যুক্তরাষ্ট্রে পৌঁছেন।

সফরে ল্যাভরভের সঙ্গে রাশিয়ার সাংবাদিকরা ২৫ মাইল ভ্রমণের কোনও নিষেধাজ্ঞা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভিসা পান।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি প্রতিনিধি মারিয়া জাখারোভা তাস’কে বলেন, ল্যাভরভ ২২ থেকে ২৪ জানুয়ারি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্যক্তিগতভাবে অংশ নিতে নিউইয়র্ক সফর করবেন।

এই বিষয়ে সেখানে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।