সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করেছেন ভলোদিমির জেলেনস্কির সরকার।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনীয় বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন জালুঝনি। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এই জেনারেলের মধ্যকার মতবিরোধ নিয়ে জল্পনাকল্পনা চলছিল অনেকদিন ধরেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট ডিক্রি জারি করে তার এ সিদ্ধান্তকে আনুষ্ঠানিক রূপ দেবেন। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর এ প্রথম এত বড় কোনো পরিবর্তন ঘটল কিয়েভের সশস্ত্রবাহিনীর নেতৃত্বে।

বিজ্ঞাপন

জেলেনস্কি বলেন, তার বাহিনীর হাইকমান্ডের 'নবায়ন' করা দরকার এবং জেনারেল জালুঝনি হয়তো 'দলে থাকতে পারবেন। তিনি আরও বলেন, আজ থেকে নতুন একটি ব্যবস্থাপক দল ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব গ্রহণ করবে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি এবং জেনারেল জালুঝনি সেনাবাহিনীতে প্রয়োজনীয় পরিবর্তনগুলো সম্পর্কে 'খোলাখুলি আলোচনা' করেছেন এবং তিনি রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য জেনারেলকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, নতুন সেনাপ্রধান জেনারেল সিরস্কির প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় ধরনের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে।