টেইলর সুইফটের বাবার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
মার্কিন পপ গায়িকা টেইলর সুইফটের বাবা স্কট সুইফটের (৭১) বিরুদ্ধে এক ফটোসাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ায়। এ নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্কট সুইফটের বিরুদ্ধে এই অভিযোগ করেন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার বেন ম্যাকডোনাল্ড (৫১)।
ঘটনাটি ঘটে সোমবার দুপুরে নিউট্রাল বে ওয়ার্ফ স্থানে। স্কট সুইফট ও তার মেয়ে পপ মেগাস্টার টেইলর সুইফট একটি নৌকা থেকে নামার সময় ফটোগ্রাফারদের মুখোমুখি হন। সে সময় ফটোগ্রাফার ম্যাকডোনাল্ডের মুখে স্কট সুইফট আঘাত করেন বলে পু্লিশের কাছে অভিযোগ তোলা হয়েছে। তবে স্কট সুইফট এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, গায়িকা নৌকা থেকে নামার সময় ফটোগ্রাফারা তাদেরকে ঘেরাও করে। টেইলর সুইফটকে নিরাপদ রাখতে তাকে ছাতার নিচে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন তার বাবা ও নিরাপত্তাকর্মীরা। তবে ওই ভিডিওতে ফটো সাংবাদিককে আঘাত করার কথিত অভিযোগ ধারণ করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
টেইলর সুইফট অত্যন্ত জনপ্রিয় ‘ইরাস’ ট্যুর শেষে অস্ট্রেলিয়ান কনসার্টে সোমবার পারফর্ম করেন।