আবারও মুখোমুখি হতে যাচ্ছেন ট্রাম্প-বাইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুপার টুয়েসডে’র প্রাইমারির মহালড়াইয়ে সহজ জয় পেতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আবারও বাইডেনের মুখোমুখি হওয়া একরকম নিশ্চিত হয়ে গেছে ট্রাম্পের। যদিও দেশটির জনগণ এই দুই প্রার্থীর লড়াই দেখতে চান না।

মঙ্গলবার (৫ মার্চ) ‘সুপার টুয়েসডে’-তে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির বাছাইপর্বের ভোট হয়। ১৪টি অঙ্গরাজ্যসহ একটি অঞ্চলে ডেমোক্র্যাটদের দলীয় বাছাইপর্বের ভোট হয়। ইতিমধ্যে বেশির ভাগ এলাকায় ভোট গ্রহণ শেষ হয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আলাবামা, আরকানসাস, কলোরাডো, মেইন, নর্থ ক্যারোলিনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস ও ভার্জিনিয়ায় জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। এর মধ্য দিয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত নিকি হ্যালিকে নগণ্যে পরিণত করেছেন সাবেক প্রেসিডেন্ট।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বুথফেরত জরিপে আভাস দেওয়া হয়েছে, ১৩টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্বে জো বাইডেন জয়ী হয়েছেন। এ ছাড়া তিনি আইওয়া ককাসে জয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

ট্রাম্প ১২ মার্চ এবং বাইডেন ১৯ মার্চ তাদের দলের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হতে পারে।

এদিকে এক বক্তৃতায় ট্রাম্প বাইডেনের অভিবাসন নীতিকে আক্রমণ করে তাকে ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে অভিহিত করেছেন।

তিনি আগামী ৫ নভেম্বরের নির্বাচনের দিকে ইঙ্গিত করে বলেন, আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে ৫ নভেম্বর।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে ট্রাম্পকে আমেরিকান গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, আজ রাতের ফলাফল আমেরিকান জনগণকে একটি স্পষ্ট বার্তা দিবে আমরা কি এগিয়ে যাব, নাকি ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে বিশৃঙ্খলা, বিভাজন এবং অন্ধকারের দিকে যাব।

বাইডেন যদিও মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তবুও তার দল মনে করছে চলতি বছরের নভেম্বরে যখন হয় ভোট অনুষ্ঠিত হবে তখন ট্রাম্পকে ভোট না দিয়ে লোকজন বাইডেনকেই বেছে নেবেন।

ট্রাম্পের বয়স ৭৭ এবং তাকেও বয়স নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে – বিশেষ করে তিনি যখন আবোল-তাবল কিছু বলে বসেন, যেমন গত সপ্তাহে তিনি ভুলক্রমে বলেছিলেন তিনি বারাক ওবামার বিরুদ্ধে লড়ছেন।