ইমরান খানের রাজনৈতিক উপদেষ্টাকে অপহরণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক উপদেষ্টাকে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
গুলাম শাব্বির নামের এই উপদেষ্টা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শাহবাজ গিলের বড় ভাই বলে জানা গেছে।
লাহোরের কাহনা থানায় নথিভুক্ত এফআইআর অনুসারে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিন আগে ইসলামাবাদে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে।
তার ছেলে বিলালের দ্বারা নথিভুক্ত এফআইআরে বলা হয়েছে যে, শাব্বির গভীর রাতে লাহোরের খায়াবান-ই-আমিনের বাসা ছেড়ে ইসলামাবাদের দিকে রওনা হন। এরপর তার আর কোনো হদিস মেলেনি।
এদিকে, ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় ২০০টি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে গত বছরের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান।
অনাস্থা ভোটের পরে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে ২০২২ সালের মে মাসে সাবেক এই ক্রিকেটার শেহবাজ শরীফের জোট সরকারকে পতনের জন্য লাহোর থেকে ইসলামাবাদের দিকে একটি পদযাত্রা শুরু করেছিলেন।