ইসরায়েলে ২ হাজার পাউন্ডের ১৪ হাজার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলে বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র পাঠিয়েছে, যার মধ্যে ১০ হাজারেরও বেশি বিধ্বংসী ২ হাজার পাউন্ডের বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র রয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের এই তালিকা সম্পর্কে নাম প্রকাশ না করার সূত্রে অবহিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা।

দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, গত অক্টোবরে যুদ্ধের শুরুর দিকে এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র কমপক্ষে ২ হাজার পাউন্ড ওজনের ১৪ হাজার বোমা, ৫০০ পাউন্ডের ৬,৫০০ বোমা, ৩ হাজার হেলফায়ার এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র এবং এক হাজার বস্টার ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে।

এদিকে বিশ্লেষকরা বলেছেন, এতে করে বোঝা যাচ্ছে যে, আন্তর্জাতিক আহ্বান এবং অস্ত্রের চালান থামানোর সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্ত সত্ত্বেও ইসরায়েলকে যুদ্ধের রসদ নিয়মিতভাবেই সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা আরও বলেছেন, মার্কিন অস্ত্র চালানের বিষয়বস্তু গাজায় আট মাসের সামরিক অভিযানে ব্যবহৃত সরবরাহ পুনরায় পূরণ করতে ইসরায়েলের যা যা প্রয়োজন, তার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেছেন, ‘মার্কিন অস্ত্র চালানের তালিকাটি স্পষ্টভাবে ইসরায়েলি মিত্রদের জন্য যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য সমর্থন প্রতিফলিত করে। তালিকাভুক্ত অস্ত্রশস্ত্রগুলো হামাসের বিরুদ্ধে লড়াইয়ে বা হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষে ব্যবহার করবে ইসরায়েল।’

তবে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসও তাৎক্ষণিক মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি।

মস্কোয় নরেন্দ্র মোদি, আলোচনা হতে পারে যেসব বিষয় নিয়ে



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

  • Font increase
  • Font Decrease

দুই দিনের সফরে রাশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফরে ।

সোমবার (৮ জুলাই) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দুই দিনের সফরের প্রথম দিন সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন মোদি। মঙ্গলবার দুই নেতা রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে বৈঠক করবেন।

মোদির এবারের মস্কো সফরে দুই দেশের মধ্যে ২২তম দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করা হয়েছে রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে। ২০০০ সাল থেকে দেশ দুটির মধ্যে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

মস্কো সফর নিয়ে এক বিবৃতিতে মোদি বলেছেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমি দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক পর্যালোচনা করতে চাই। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চল প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা রাখতে চাই।’

নয়াদিল্লির পাশাপাশি মস্কোও মোদির রাশিয়া সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে।

মোদি সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন ২০১৯ সালে। আর পুতিন সর্বশেষ নয়াদিল্লি সফর করেছিলেন ২০২১ সালে। এর মধ্যে ২০২২ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁদের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল।

;

উরুগুয়ের নার্সিং হোমে আগুনে নিহত ১০



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উরুগুয়ের একটি নার্সিং হোমে রোববার ভোরে আগুনে ১০ বৃদ্ধের মৃত্যু হয়েছে। নার্সিংহোমের কেয়ারটেকার কোনমতে প্রাণে বেঁচে যায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (৮ জুলাই) আনুষ্ঠানিক বিবৃতিতে কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

মৃতদের মধ্যে আটজন নারী ও দুইজন পুরুষ।

দমকল বাহিনীর কর্মীরা নার্সিং হোমের মূল প্রবেশপথটি চুরমার অবস্থায় দেখতে পান। তারা বসার ঘরে আগুন দেখতে পান। আগুন থেকে পুরো নার্সিং হোমে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। রাজধানী থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে অবস্থিত ত্রেইনতা ই ত্রেস শহরেএই নার্সিংহোমটি অবস্থিত। 

এএফপি জানায়, হাসপাতালটি খুব বড় নয়। সব মিলিয়ে এতে ছয়টি কক্ষ ছিল। সেখানে অধিকাংশই প্রবীণ নাগরিকরা ভর্তি ছিলেন।

উরুগুয়ের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী কারিনা রান্দো সাংবাদিকদের বলেন, ‘এটি একটি দুর্ঘটনা’। ঘর গরম করার হিটার থেকে এই আগুনের সূত্রপাত হয়’।

তিনি নার্সিং হোম সম্পর্কে বলেন, ‘এই প্রতিষ্ঠানটি বেশ ভালো অবস্থায় ছিল। আমরা সম্প্রতি এটি পরিদর্শন করেছিলাম এবং তেমন কোনো সমস্যা খুঁজে পাইনি।’

বিবৃতি বলা হয়, ধোঁয়াতেই শ্বাসরুদ্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ২০ বছরের এক যুবক ছিলেন। তিনি সেখানকার কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। আগুন লাগার পর তিনি পালিয়ে প্রাণে বেঁচে যান।

ধারণা করা হচ্ছে, হাসপাতালের বসার ঘরে আগুন লাগে। তবে কীভাবে আগুন লাগলো, তা এখনো জানা যায়নি। যে যুবক প্রাণে বেঁচে গেছেন, তিনি গ্যারেজের ভেতর দিয়ে বাইরে এসেছেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়।

;

ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ৩১



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা/ছবি: এএফপি

ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা/ছবি: এএফপি

  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিশেষায়িত শিশু হাসপাতালসহ বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১১২ জন।

সোমবার (৮ জুলাই) সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরায় থেকে এ তথ্য জানা যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বিভিন্ন ধরনের ৩০-৩৮ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে রুশ বাহিনী। অতে অনেকগুলো বাণিজ্যিক ভবন, অবকাঠামো ও একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র রাজধানী কিয়েভ, ক্রিয়েভ রিহ, ডিনিপ্রোসহ বেশ কয়েকটি শহরে আঘাত হেনেছে। এসব অঞ্চলে প্রায় ৩১ জন নিহত হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন,‘কিয়েভের খমাদিত জাতীয় বিশেষায়িত শিশু হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলা করে। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার আক্রমণগুলোর মধ্যে এটি সবচেয়ে খারাপ হামলা। শিশুদের হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবার। দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতাল এটি ।’

কিয়েভের ওখমাদিত শিশু হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়েছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি নিজস্ব এক্স (টুইটার) একাউন্টের এক বর্তায় লিখেছেন, ডাক্তার ও সাধারণ মানুষরা ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারে সাহায্য করছে। কত জন লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে তা এখনও স্পষ্ট নয়।’

অন্যদিকে রাশিয়া বলছে, তারা শুধুমাত্র ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চলায়। তবে শিশু হাসপাতালটিতে হামলার বিষয়ে মন্তব্য করেনি রাশিয়া।

মধ্য ইউক্রেনের ক্রিয়েভ রিহ শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এটি দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির আদি শহর।

ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি উৎপাদনকারী সংস্থা বলছে, সর্বশেষ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের তিনটি বিদ্যুৎ সাবস্টেশন এবং বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত চার মাসে রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

;

লেবাননে ইসরায়েলি হামলা, মারা গেছে ৭ শতাধিক ছাগল



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
লেবাননে ইসরায়েলি হামলায় মারা গেছে ৭ শতাধিক ছাগল

লেবাননে ইসরায়েলি হামলায় মারা গেছে ৭ শতাধিক ছাগল

  • Font increase
  • Font Decrease

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৭ শতাধিক ছাগল মারা গেছে।

সোমবার (০৮ জুলাই) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, রোববার (০৭ জুলাই) গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দক্ষিণ কিলাইলেহ সমভূমিতে হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং অন্যজন আহত হয়েছেন। যদিও নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি।

সংস্থাটি আরও জানায়, সোমবার ভোরে দক্ষিণ লেবাননের জেজিন এলাকায় মাউন্ট তুরাহে তিনটি ইসরায়েলি বিমান একত্রে হামলা চালায়, এতে ৭০০ টিরও বেশি ছাগল মারা যায়। এ হামলায় ছাগলের খামার ও রাখালের বাড়ি ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ১০০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮৮ হাজারেরও বেশি মানুষ।

;