সব চাপ উপেক্ষা করে বাইডেন জানালেন ‘আমিই নির্বাচনে লড়ছি’



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত সপ্তাহে দুর্বল বিতর্কের সমালোচনার পর আসন্ন মার্কিন নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর আলোচনা খোদ ডেমোক্রেটিক দলের মধ্যে জোরালো হয়েছিল। এমন পরিস্থিতিতে বাইডেন জানালেন আশার কথা।

সব চাপ উপেক্ষা করে লড়াইয়ে ‘শেষ পর্যন্ত’ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তার প্রচারণা কর্মীদের সাথে ফোন কলে কথা বলেছেন এবং ডেমোক্র্যাটিক আইন প্রণেতা ও গভর্নরদের সাথে বৈঠক করেছেন। এসময় ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। চার বছর আগের মতো এবারের নির্বাচনেরও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাইডেনের এই ফোনকল সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, কথা বলার সময় বাইডেন বলেন, ‘আমিই নির্বাচনে লড়ছি।’ ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী দৌড় থেকে কেউ তাঁকে বাইরে ঠেলে দিচ্ছে না। তিনি দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী।

রাশিয়ার হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের লাখো বাসিন্দা



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সুমি অঞ্চলের একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে রাশিয়া। এতে ওই অঞ্চলের প্রায় এক লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দেশটির জাতীয় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ইউক্রেনারগো বলছে, রাশিয়া সীমান্তবর্তী সুমি শহরটিতে বিদ্যুৎ মেরামতের কাজ চলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের অসুবিধা ছাড়া অঞ্চলটিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাশিয়া প্রায়ই ইউক্রেনের জরুরি সেবাগুলো ধ্বংস করে আসছে। এতে সেখানকার লোকেরা গ্রীষ্মের তীব্র গরমে পানি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই দিন পার করছে।

শুধুমাত্র গত তিন মাসে ইউক্রেন নয় গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। জাতীয় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ইউক্রেনারগো বলেছে, শত্রুদের কর্মকাণ্ডে তার সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ হারিয়েছে। একই সঙ্গে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো রাশিয়ার ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় নষ্ট হয়ে গেছে। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর পর পোল্যান্ড তাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে ইউক্রেন একই সঙ্গে বিদ্যুতের দেশীয় উৎপাদন ও আমদানি ঘাটতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।

ইউক্রেনারগোর কর্মকর্তা মারিয়া সাতুরিয়ান বিবিসিকে বলেছেন, ‘দেশটিতে ঘন ঘন লোডশেডিংয়ের জন্য গ্রাহকরা বিদ্যুৎ সংস্থার ওপর ক্ষিপ্ত। কিন্তু আমাদের অন্য কোনো বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘আমরা যুদ্ধে রয়েছি। রাশিয়ান সন্ত্রাসীদের প্রধান লক্ষ্য আমাদের জ্বালানি খাত ধ্বংস করা। কারণ আমাদের সবার জীবন-জীবিকা বিদ্যুতের ওপর নির্ভরশীল। স্বাধীনতার জন্য আমাদের এতটুকু মূল্য দিতেই হবে।’

এদিকে এয়ার ফোর্স কমান্ড দাবি করছে, ৫ থেকে ৬ জুলাই ইউক্রেন বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ছোঁড়া ২৭টি ড্রোনের মধ্যে ২৪টি ভূপাতিত করেছে। সুমি অঞ্চলে ইলেকট্রনিক জ্যামিং এবং অ্যান্টি এয়ার ডিফেন্স ব্যবহার করে ড্রোনগুলিকে ভূপাতিত করা হয়।

;

ফিলিপাইনের সমুদ্রসীমায় ‘দানব’ আকৃতির চীনা জাহাজ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
‘দানব’ আকৃতির চীনা জাহাজ, ছবি: সংগৃহীত

‘দানব’ আকৃতির চীনা জাহাজ, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিলিপাইনের অর্থনৈতিক সমু্দ্রসীমার মধ্যে দানব আকৃতির জাহাজ নোঙর করেছে চীনা কোস্টগার্ড। এমনটিই দাবি করছেন ফিলিপাইনের কোস্টগার্ডের (পিসিজি) মুখপাত্র জে টেরিয়েলা।

শনিবার (৭ জুলাই) একটি সংবাদমাধ্যমকে টেরিয়েলা বলেন, ‘মঙ্গলবার (২ জুলাই) ১৬৫ মিটার দীর্ঘ চীনা জাহাজটি দক্ষিণ চীন সাগরে ম্যানিলার অর্থনৈতিক সমদ্রসীমার (২০০ নটিক্যাল মাইল) মধ্যে প্রবেশ করে। এসময় আমরা চীনা জাহাজকে সতর্ক করি এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাই।’

তিনি আরও বলেন, ‘চীনা গোস্টগার্ড আমাদের ভীতি প্রদর্শন করতে চাচ্ছে। তবে আমরা সেখান থেকে পালিয়ে যাইনি, আমরা ভয়ও পাচ্ছি না।’

তিনি বলেন, পিসিজির জাহাজ থেকে ৮০০ গজ দূরে চীনা জাহাজটি নোঙর করা হয় এবং জাহাজ থেকে একটি বোটও পানিতে নামানো হয়।

এবিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাস ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরের কিছু দ্বীপে ভূমি পুনরুদ্ধারের তোড়জোড় চালাচ্ছে। একই সঙ্গে সামরিক স্থাপনা বৃদ্ধি ও বিমান বাহিনী মোতায়েন করছে। বিষয়টি এই অঞ্চলজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চায়না সরকার দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশকে তাদের নিজস্ব সম্পদ হিসেবে দাবি করে আসছে। বছরে প্রায় ৩ ট্রিলিয়ন ইউএস ডলারের বাণিজ্য হয় এই সামুদ্রিক রুটে। যদিও ২০১৬ সালে নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক স্থায়ী সালিশি আদালতের একটি রায় বলছে, চীন বিস্তৃত সামুদ্রিক দাবির আইনি কোনও ভিত্তি নেই।

;

অভিবাসনপ্রত্যাশীদের সুখবর দিলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

  • Font increase
  • Font Decrease

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসনপ্রত্যাশীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর বিতর্কিত প্রকল্প বাতিল করা হবে বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

লেবার পার্টি নির্বাচনে ভূমিধস জয়ের পর স্থানীয় সময় শনিবার (৬ জুলাই) প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কিয়ার স্টারমার বলেন, তার সরকার রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পূর্ববর্তী রক্ষণশীল সরকারের নীতি বাতিল করা হবে।

তিনি বলেন, রুয়ান্ডা প্রকল্প শুরু হওয়ার আগেই মারা গেছে ও দাফন হয়ে গেছে। এটি কখনই প্রতিরোধক হিসেবে ছিল না। আমি এমন কৌশল চালিয়ে যেতে চাই না যা প্রতিরোধক হিসেবে কাজ করে না। তিনি রুয়ান্ডা নীতিকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা হিসাবে বর্ণনা করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইংলিশ চ্যানেল হয়ে নৌকায় যারা অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছেন, তাদের মধ্য থেকে কিছুসংখ্যক অভিবাসনপ্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা হিসেবে ২০২২ সালের এপ্রিলে রুয়ান্ডার সঙ্গে যুক্তরাজ্য সরকারের পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী পাঁচ বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসনপ্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। বিনিময়ে রুয়ান্ডাকে অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা দেওয়ার ব্যাপারে সম্মত হয় ব্রিটিশ সরকার। পাশাপাশি অভিবাসনপ্রত্যাশীদের পুনর্বাসন বাবদ বাড়তি অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য।

২০২২ সালের জুনে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে প্রথম ফ্লাইটটি রওনা করার কথা থাকলেও শেষ মুহূর্তে ইউরোপীয় মানবাধিকার আদালতের এক আদেশে তা বাতিল হয়ে যায়।

পরের বছরের নভেম্বরে এ ধরনের পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট, তবে ঋষি সুনাক চেষ্টা চালিয়ে যেতে থাকেন।

ব্রিটিশ পার্লামেন্টে রুয়ান্ডা বিল উত্থাপনের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা করে বিরোধী দলগুলো। এ নিয়ে অনেক দিন ধরে পার্লামেন্টে তর্ক-বিতর্ক চলার পর চলতি বছরের ২৩ এপ্রিল বিরোধী দলের আইনপ্রণেতারা তাদের আপত্তি প্রত্যাহার করে নেন।

সাবেক প্রধানমন্ত্রী সুনাক বলেন, ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ফ্লাইটগুলো রুয়ান্ডার উদ্দেশে রওনা করবে। তবে এই সময়ে আদৌ পাঠানো যাবে কি না, তা নিয়ে তখনই অনিশ্চয়তা দেখা যায়।

;

পেজেশকিয়ানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ শনিবার (৬ জুলাই) জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে উদ্ধৃত করে এসপিএ জানিয়েছে, ‘আমি আমাদের দেশ ও জনগণের সঙ্গে ইরানের সম্পর্কের উন্নয়ন ও গভীরতা এবং আমাদের পারস্পরিক স্বার্থের প্রতি আমার আগ্রহের কথা নিশ্চিত করছি।’

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে ইরান এবং সৌদি আরব বছরের পর বছর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার পরে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার জন্য চীনের মধ্যস্থতায় একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করে।

তারপর থেকে উভয় পক্ষের কর্মকর্তারা সম্পর্ক জোরদার করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থি নেতা মাসুদ পেজেশকিয়ান। প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থি প্রার্থী সাঈদ জালিলিকে পরাজিত করে জয় পেয়েছেন তিনি।

শনিবার (৬ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী, শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান ১ কোটি ৬৩ লাখ এবং প্রতিদ্বন্দ্বী সাইদ জলিলি ১ কোটি ৩৫ লাখ ভোট পেয়েছেন।

এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পূর্বসূরি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশকিয়ান।

দ্বিতীয় দফার নির্বাচনে ভোটারের উপস্থিতি বেশি ছিল। প্রায় ৫০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। এর আগে ২৮ জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪০ ভাগ। প্রথম ধাপে চার প্রার্থীর কেউ এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়।

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান হার্ট সার্জারি বিশেষজ্ঞ। দেশটির উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে ৫ বার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন পেজেশকিয়ান। এ ছাড়া ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

উল্লেখ্য, গত ১৯ মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। সংবিধান অনুযায়ী, ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে দেশটিতে।

;