ভারতের উড়িষ্যায় বজ্রপাতে নিহত ৯, আহত ২০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের প্রাদেশিক রাজ্য উড়িষ্যায় বজ্রপাতে এক কিশোরসহ মোট ৯ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ আগস্ট) ভারতের ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

বিজ্ঞাপন

উড়িষ্যার কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, শনিবার মাঠে কাজ করার সময় বজ্রপাতে ময়ূরভঞ্জে ২ জন, ভদ্রকে ২ জন, ধেনকানাল, জয়পুর, কেন্দ্রপাড়া, কটক এবং গ্যান্জাম জেলায় ১ জন করে মোট ৯ জন মারা গেছেন। এর মধ্যে একজন কিশোরও রয়েছে।

দ্য হিন্দুস্তান টাইমস জানায়, ময়ূরভঞ্জ জেলায় আদিবাসী দম্পতি লছমন এবং তার স্ত্রী সকার মূর্মূ মাঠে ধান রোপনের সময় বজ্রপাত শুরু হলে নিরাপদ এলাকার দিকে আসার চেষ্টা করেন। এসময় বজ্রপাত হলে তারা মারা যান।

ভদ্রক জেলায় মাঠে কাজ করার সময় অমর সেঠি এবং হেমন্ত বরিক নাম দুইজন কৃষক বজ্রপাতে মারা যান।

এছাড়া কেওনঝর এলাকায় ১৩ বছরের এক কিশোর বজ্রপাতে মারা যায়। এবাদে বরগড় এলাকায় বজ্রপাতে ১২ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ক্লাইমেট রেসিলিয়েন্ট অবজারভিং সিস্টেম প্রমোশন কাউন্সিলের তথ্যমতে, গত ৫ বছরে বজ্রপাতে উড়িষ্যায় মোট ১০ হাজার ৭শ' ৪১ জন মারা গেছেন।