গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অধিকৃত গাজায় ইসরায়েল আকাশপথে হামলা চালালে অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১১ জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানায়।

খবরে বলা হয়, শনিবার সকালে গাজার খান ইউনুসে ইসরায়েলের সামরিক প্লেন থেকে হামলা করা হলে ৩৫ জন নিহত হন। এর মধ্যে ১১ জন একই পরিবারের সদস্য।

এ হামলা এমন এক সময়ে করা হলো যখন, রোববার (২৫ আগস্ট) মিশরের রাজধানী কায়রোতে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের প্রতিনিধিদের নিয়ে তৃতীয় দফা গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

এজন্য হামাস প্রতিনিধি দল কায়রোতে শনিবার পৌঁছালেও তারা আলোচনায় অংশগ্রহণ করবে না বলে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

গাজার নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১১টি মৃতদেহ পেয়েছে। এরা সবাই একই পরিবারের সদস্য। এর মধ্যে দুজন শিশুও রয়েছে।

হাসপাতাল থেকে আরো জানানো হয়, খান ইউনুসে পৃথক ৩টি হামলায় নিহত ৩৩ জনের মরদেহ তারা পেয়েছে।

নাসের হাসপাতাল জানায়, শনিবার সকালে আকাশপথে হামলা করা হলে দক্ষিণ ইউনুসে সড়কের ১৭ জন পথচারী নিহত হন। এছাড়া

খান ইউনুসের পূর্ব তুক-তুকে আকাশপথের হামলায় ৫ জন নিহত হন।   

অন্যদিকে, শহরের অন্য একটি হাসপাতাল আল-আকসা হাসপাতাল জানিয়েছে, শনিবার সকালে হামলায় নিহত তারা ৩টি মরদেহ পেয়েছে।