হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

কমান্ডার ফুয়াদ শোকরের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সামরিক ঘাঁটি কেন্দ্র করে হামলা চালিয়ছে হিজবুল্লাহ। এরপরই হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

বিজ্ঞাপন

রবিবার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লার শীর্ষ পর্যায়ের কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা প্রতিশোধ নিতে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলের সেনাবাহিনীদের ব্যারাক, আয়রন ডোম স্থানসহ ইসরায়েলে প্রধান সামরিক স্থানগুলোকে কেন্দ্র করে ৩২০টি কাতিউশা রকেট উৎক্ষেপন করেছে হিজবুল্লাহ।

অপরদিকে, বড় আক্রমণের তথ্য জানতে পেরে ইসরায়েলও হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে বলে জানিয়েছে আইডিএফ।

ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরী বৈঠক ডেকে দেশটিতে আগামী ৪৮ ঘণ্টার জন্য জরুরী অবস্থা জারি করেছে।

এছাড়া হিজবুল্লাহ থেকে আরো বড় ধরনের হামলার আশঙ্কা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর রবিবার ভোরের ফ্লাইট পরিবর্তনের ঘোষণা দিয়েছে। জরুরী পরিষেবাগুলোকেও তাদের প্রস্তুতির মাত্রা বাড়ানোর নির্দেশ দিয়েছে।

এদিকে, ইসরায়েলে-ফিলিস্তিন সংঘাতে নানা কারনে ক্রমাগতভাবে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করবে বালে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।