ইন্দোনেশিয়ায় বন্যা, ১১ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

ইন্দোনেশিয়ায় মৌসুমী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৫ আগস্ট) মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রোববার মৌসুমী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় টারনেট দ্বীপে ১১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে উদ্ধার তৎপরতা চলছে।

টারনেট দ্বীপের উদ্ধার দলের এক কর্মকর্তা ব্রাম মাদিয়া টেমারা জানিয়েছেন, স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকর্মীরা উত্তর মালুকু প্রদেশের জুয়া গ্রাম থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া আরো একটি মরদেহ উদ্ধার করার তৎপরতা চলছে।

জানা গেছে, রুয়ার আবাসিক এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। বন্যার পানিতে মূল সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক ঘরবাড়ি কাদায় ডুবে গেছে।

প্রসঙ্গত, বন্যার কারণে ইন্দোনেশিয়ায় প্রায়শই ভূমিধসের ঘটনা ঘটে। লাখ লাখ মানুষ পাহাড়ি এলাকায় বসবাস করেন।