নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নে চার ফিলিস্তিনি সাংবাদিক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন নিয়ে অকুতোভয় সাংবাদিকতার জন্য ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোননয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক।
বুধবার (২৮ আগস্ট) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মনোনয়ন পাওয়া চার সাংবাদিক হলেন- আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ।
আলোকচিত্রী মোতাজ আজাইজা ফিলিস্তিনে শান্তির আশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় তার মনোনয়ন ভাগ করে নিয়েছে।
যুদ্ধের আগে আজাইজা গাজার দৈনন্দিন জীবন ও সৌন্দর্য তুলে ধরার জন্য পরিচিত ছিলেন। কিন্তু তিনি ফিলিস্তিনিদের যুদ্ধকালীন সংগ্রামজীবনের নানা তথ্য তুলে ধরে বিশিষ্টতা অর্জন করেছেন।
প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৫টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ১৯৬ ব্যক্তি ও ৮৯টি সংগঠন।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১১ অক্টোবর। পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চলমান আক্রমণে ৪০ হাজার ৪০৫ জন ফিলিস্তিনি মারা গেছে এবং ৯৩ হাজার ৩৫৬ জন আহত হয়েছে।