নাইজারে বন্যায় ২৭৩ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষাধিক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রায় ৭ লক্ষাধিক মানুষ। বৃহস্পতিবার এক বিবৃতিতে মাধ্যমে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, নাইজারে অবিরাম বর্ষণের জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিতে ডুবে বা ঘরবাড়ি ধসে প্রায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও ৭ লক্ষাধিক মানুষ।

বিজ্ঞাপন

বন্যায় দেশটির তাহুয়া এবং মারাদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই এলাকায় যথাক্রমে ৮৭ এবং ৮৬ জনের প্রাণহানি ঘটেছে।

দেশটির সাধারণ নাগরিক সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে, বন্যায় ৯৪ হাজার ৭৮৩টি পরিবারের ৭ লাখ ১০ হাজার ৭৬৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৫৮২টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন