কেনিয়াতে বোর্ডিং স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ শিক্ষার্থীর মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্য কেনিয়ার একটি স্কুলে আগুন লেগে অন্তত ১৭ জন ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, কেনিয়ার একটি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বহু শিক্ষার্থীকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারিতে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এছাড়া স্কুলটিতে তদন্তকারীদের একটি দল মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবিসি বলছে, কেনিয়ার বোর্ডিং স্কুলগুলোতে প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটে।

এর আগে ২০১৭ সালে, রাজধানী নাইরোবির মোই গার্লস হাই স্কুলে অগ্নিসংযোগের হামলায় ১০ জন শিক্ষার্থী মারা যায়। এছাড়া প্রায় ২০ বছর আগে নাইরোবির দক্ষিণ-পূর্বে মাচাকোস কাউন্টিতে অবস্থিত একটি স্কুলে অগ্নিসংযোগে কমপক্ষে ৬৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।