মালির রাজধানীতে গুলি বিনিময়

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। এতে কেউ হতাহত হয়েছেন কি না, কারা এর জন্য দায়ী তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে গুলি বিনিময়ের শব্দ শোনা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না বা কারা এর জন্য দায়ী, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে মালির রাজধানীর বামাকো’র বিভিন্ন অংশ গুলি বিনিময়ের শব্দ শোনা যায়। এ সময় অনেকে মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। গুলির শব্দ শুনে সেখান থেকে সবাই দৌড়ে পালিয়ে যান।

কেউ কেউ জানিয়েছেন, রাজধানীর বিমানবন্দরের দিক থেকে তারা গুলির শব্দ শুনেছেন। কেউ কেউ বলেছেন, কাছাকাছি জেন্ডারমেরি এলাকার দিক থেকে তারা গুলির শব্দ শুনেছেন।

তবে নিরাপত্তা বাহিনীর সূত্রে রয়টার্স জানায়, বিমানবন্দরের দিক থেকে গুলির শব্দ শোনা গেছে। তবে ঘটনা কী ঘটেছে বা ঘটতে চলেছে, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।