রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে পাইলটসহ নিহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ায় রবিনসন আর৬৬ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে এর ৩ আরোহীর মধ্যে সবাই নিহত হয়েছেন। এর মধ্যে পাইলটও আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাশিয়ার বার্তাসংস্থা তাস এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রাশিয়ার জেয়া জেলার আমুর ওমব্লাস্ট এলাকায় রবিনসন আর৬৬ মডেলের একটি হলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে এর পাইলটসহ অন্য ২ আরোহী নিহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সবাইকে মৃত অবস্থায় দেখতে পান।

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়েছে।

জানা যায়, ২০২২ সালে ইউক্রেনে দখলদারিত্বের পর রাশিয়ায় প্রায়ই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ছে। কারণ হিসেবে বলা হয়েছে, পাশ্চাত্যের দেশগুলো থেকে হেলিকপ্টারের বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করা হতো। ইউক্রেনে দখলদারিত্বের পর পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির পর যন্ত্রাংশ আমদানি বন্ধ রয়েছে। ফলে সে দেশে ক্রমাগত হেলিকপ্টার দুর্ঘটনা বেড়ে গেছে।

এর আগে চলতি বছরের ২২ জুলাই এফএসবি কর্মকর্তাবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাইলট ও এর ২ আরোহী নিহত হন। ২৫ জুলাই একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হলে এর পাইলটসহ সব আরোহী নিহত হন। এরপর ২৭ জুলাই এসইউ প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়।

এছাড়া ১৫ আগস্ট রাশিয়ার ইরকুটস্কে একটি টিইউ-২২এম৩ বোম্বার একই কারণে বিধ্বস্ত হয়।