‘সুপার-লং’ ওয়ারহেডের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উ. কোরিয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘সুপার-লং’ ওয়ারহেডের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উ. কোরিয়ার

‘সুপার-লং’ ওয়ারহেডের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উ. কোরিয়ার

এক সপ্তাহের ভেতরে ফের ‘সুপার-লং’ ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা ও কোরিয়ার কেবিএস এ খবর জানায়।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার বরাত দিয়ে খবরে জানানো হয়, উত্তর কোরিয়া ৪.৫ টনের ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম বৃহস্পতিবার জানায়, দেশটি কৌশলগত নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর কোরিয়া যে নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে, তা সম্ভবত কেএন-২৩ স্বল্প-দূরত্বের ক্ষেপণাস্ত্র। এটি আরো উন্নত করার ফলে ৪.৫ টনের ওয়ারহেড বহন করতে সক্ষম।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রকাশিত ছবি অনুযায়ী বলা হচ্ছে, এটি ৩শ ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
এদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উম সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রশংসা করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দুই মাসের ভেতর এটাই ছিল উত্তর কোরিয়ার স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা।

এ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও জাপান এ পরীক্ষার নিন্দা জানায়।

দক্ষিণ কোরিয়া জানায়, দুই মাসের ভেতর উত্তর কোরিয়া এই প্রথম স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়া জানায়, এই স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র রাশিয়ায় পাঠানো হবে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া চালানোর পর উত্তর কোরিয়া স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।