নেতানিয়াহুকে হত্যাচেষ্টায় ইসরাইলি নাগরিক গ্রেফতার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক ইসরাইলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন ইসরাইলি ব্যবসায়ী। তার সঙ্গে তুরস্কের সংযোগ রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ইসরাইলের পুলিশ ও গোয়েন্দা সংস্থা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে হত্যার ষড়যন্ত্র করতে ইরানে কমপক্ষে দুটি বৈঠকে অংশ নিয়েছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে গত মাসে। তার লক্ষ্য ছিল, ইসরাইলর প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান।

বিজ্ঞাপন

গত মাসে তাকে গ্রেফতার করা হলেও সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

চলতি বছর এপ্রিল ও মে মাসে এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করতে দুইবার তুরস্কে যান সন্দেহভাজন ওই ব্যক্তি। ওই সময় তুরস্কের দুই নাগরিক তাকে সাহায্য করেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।