জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের অনুরোধ জানিয়েছে ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আমির সাইদ ইরাভানি

আমির সাইদ ইরাভানি

লেবানন-ইসরায়েল উত্তেজনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছেন ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি।

হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর শনিবার (২৮ সেপ্টেম্বর) ১৫ সদস্যের এই সংস্থার কাছে লেখা এক চিঠিতে এই দাবি করেছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সায়েইদ ইরাভানি। 

বিজ্ঞাপন

রোববার (২৯ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিমান হামলার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু হয়েছে। এতে দুই দেশের চরম উত্তেজার সৃষ্টি হয়েছে। এই উত্তেজনা প্রশমিত করতে এখনই জাতিসংঘের নিরাপত্তার পরিষদের একটি বৈঠক ডাকা উচিত।

তিনি লিখেছেন, ‘(ইরানের) কূটনৈতিক প্রাঙ্গণ ও প্রতিনিধিদের ওপর হামলা কুটনৈতিক নীতিমালার চরম লঙ্ঘন। ইরান এ ধরণের হামলার বিরুদ্ধে হুঁশিয়ার করছে । এসব আগ্রাসনের পুনরাবৃত্তি সহ্য করা হবে না।’